BJ Sports – Cricket Prediction, Live Score

ফর্মে ফিরলেন কোহলি, ৫ মাস পর পেলেন হাফসেঞ্চুরি 

Kohli returns to form, scores half-century after 5 months

ফর্মে ফিরলেন কোহলি, ৫ মাস পর পেলেন হাফসেঞ্চুরি 

একটা সময় বিরাট কোহলি ছিলেন টিম ইন্ডিয়ার রান মেশিন। তার মাঠের ২২ গজে নামা মানেই ছিল রানের ফোয়ারা বইয়ে দেয়া। সেই কোহলি এখন পার করছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। ব্যাটে রান নেই, সেঞ্চুরি নেই ১০০০ দিনেরও বেশি। অনেকে তাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার পক্ষে।

এবারের এশিয়া কাপ শুরুর আগেই উঠেছিল প্রশ্নটা আবার কবে ফর্মে ফিরবেন কিং কোহলি? এবারের এশিয়া কাপ তাই কোহলির জন্য অগ্নি পরীক্ষাই। পাকিস্তানের সাথে বড় স্কোর করতে না পারলেও আভাস দিয়েছিলেন রানে ফেরার। অবশেষে ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন কোহলি।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে তার ব্যাট হাসল। 

হংকংয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান তোলে রোহিত শর্মার ভারত। তবে সবার চোখ ছিল কোহলির ওপর৷ এদিন কি ব্যর্থ হবেন নাকি স্বরুপে ফিরবেন? শেষ পর্যন্ত কোহলি ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। এবারের এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে প্রথম হাফ সেঞ্চুরি এলো তাই কোহলির ব্যাটেই। 

বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনে টিটোয়েন্টি ম্যাচে ৫২ রান করেছিলেন তিনি। এরপর টানা তিনটি ম্যাচে ফিফটির দেখা পাননি তিনি। ওয়ানডে ক্রিকেটে জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ রান করেছিলেন। এর পর আবার বিরতি। টানা পাঁচটি ম্যাচে রান তুলতে পারেননি। 

এবারের এশিয়া কাপ ভারত দেখছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপে ভারতের সফলতা অনেকটাই নির্ভর করবে কোহলির ওপর। তাই এশিয়া কাপে কোহলির রানে ফেরা টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর। কিং কোহলি ছন্দে থাকা মানেই যে প্রতিপক্ষের কপালে চিন্তার ভাজ ফেলে দেয়া।

Exit mobile version