BJ Sports – Cricket Prediction, Live Score

” প্রাণ গেলেও চেয়ার ছাড়বে না ” রমিজ রাজাকে নিয়ে আমিরের বিস্ফোরক মন্তব্য 

Board president Sourav Ganguly's rift with out-of-form former India captain Virat Kohli has also come to light in the recent past.

Aamir's explosive comment on Ramiz Raja, "Even if he dies, he will not leave the chair."

ক্রিকেটারদের সাথে বোর্ড কর্তাদের মনমালিন্যের ব্যাপার এখন যেন প্রতিটি দেশেই ওপেন সিক্রেট। ফর্মহীনতায় ভোগা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সাথে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্বও নিকট অতীতে প্রকাশ্যে এসেছে। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটে বোর্ড কর্তাদের সাথে খেলোয়াড়দের বাকবিতন্ডার খবর তো নিত্যদিনের ঘটনা। 

এই যেমন সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজের বিপক্ষে সমালোচনার তীর ছুঁড়েছেন দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির। রমিজ পিসিবির দায়িত্ব নেওয়ার পর অবসর ভেঙে ক্রিকেটে ফেরার আশায় বুক বেঁধেছিলেন এই পেসার। সেজন্য নিজের অবসর প্রত্যাহারও করেছিলেন। তবে দায়িত্বে আসার পর আমিরকে দলে নেয়ার ব্যাপারে তেমন কোন আগ্রহই দেখান নি তিনি। 

সম্প্রতি পাকিস্তানি টিভি চ্যানেল সামা সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে রমিজের উপর ক্ষোভ উগড়ে দেন আমির, ‘আপনারা তো জানেন, আমার সঙ্গে রমিজ রাজার বহু পুরনো প্রেম, যেটা শেষ হবে না। এটা বোঝা উচিত যে, উনি যখন দায়িত্বে আসেন আমি কেন অবসর প্রত্যাহার করি। আমার মনে হয় না আমাকে নিয়ে ওনার যা অবস্থান, তাতে এমন পরিস্থিতিতে কথা বলা উচিত হবে।

রমিজ ক্ষমতার লোভে আটকে গেছেন দাবী করে আমির আরো বলেন, ‘ অন্যদের এটা শুনতে হয়ত খারাপ লাগবে যে, অন্যের জন্য নিজের অবস্থান বদলানো কঠিন। তবে নিজের জন্য সহজেই অবস্থান বদলানো যায়। আমার প্রশ্নটা ঠিক এখানেই। আমি কিছু বলছি না, উনি নিজেই সব বলেছেন।

আমির আরো বলেনপুরানো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, উনি বলেছিলেন , ইমরান খান চলে গেলে আমি এক মিনিটও চেয়ারে থাকব না। এখন ওনার অবস্থান বদলে গিয়েছে। কথায় বলে, প্রাণ যায় যাক, চেয়ার যেন থাকে। চেয়ার তো সবার কাছেই প্রিয়। ওনার কাছেও চেয়ার নিশ্চয়ই প্রিয়। মজা পাচ্ছেন বোধহয়। তাই চেয়ার আঁকড়ে রয়েছেন।

Exit mobile version