BJ Sports – Cricket Prediction, Live Score

প্রথম সেঞ্চুরিতেই শচীন – রোহিতের রেকর্ড ভাঙ্গলেন শুভমান গিল 

Shubman Gill broke the record of Sachin - Rohit with the first century

শুভমান গিল 

এবারের জিম্বাবুয়ে সফর যেন টিম ইন্ডিয়ার উদীয়মান ক্রিকেটার শুভমান গিলকে দুহাত ভরে দিয়েছে।

অবশেষে  অপেক্ষার অবসান ঘটল শুভমান গিলের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। আর  এই সেঞ্চুরিতে  রেকর্ড বুকে উঠে গেল এই তারকা ক্রিকেটারের নাম। প্রথম সেঞ্চুরি যে শচীন আর রোহিত শর্মার  রেকর্ডই ভেঙ্গে দিয়েছে।

এতদিন জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার।১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর বুলাওয়েতে ১২৭ করেছিলেন শচীন।

তবে ক্রিকেট কিংবদন্তির সেই রেকর্ড ভেঙ্গে সোমবার হারারেতে মাত্র ৯৭ বলে ১৫ টি চার আর ১টি ছক্কায় মোট ১৩০ রানের ইনিংস খেলেন শুভমান। আর সাথে ভেঙে যায় শচীনের দীর্ঘ ২৪ বছরের রেকর্ড।

অন্যদিকে জিম্বাবুয়েতে এতদিন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে।

২৩ বছর বয়সে শতরানের রেকর্ড করেছিলেন ভারত অধিনায়ক । তবে এবার  ২২ বছর বয়সে শতরান করে রোহিতকেও পিছনে ফেললেন তিনি।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয়েছিল শুভমানের।

এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত ৯৮ রানই ছিল তার সর্বোচ্চ রানের ইনিংস ।এবার নিজেকেও ছাড়িয়ে গেলেন শুভমান। 

সেঞ্চুরি পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, টিমমেটদের সাথে নেচে গেয়ে সেঞ্চুরি উদযাপন করেছেন তরুন এই ক্রিকেটার।

Exit mobile version