BJ Sports – Cricket Prediction, Live Score

প্রতিদিন ১০০ – ১৫০টি ছক্কা হাঁকাচ্ছেন আসিফ আলি?

প্রতিদিন ১০০ - ১৫০টি ছক্কা হাঁকাচ্ছেন আসিফ আলি?

প্রতিদিন ১০০ - ১৫০টি ছক্কা হাঁকাচ্ছেন আসিফ আলি?

টি টোয়েন্টি ক্রিকেট যেন ক্রিকেটের চিত্রটাই পালটে দিয়েছে। বলা হয় ক্রিকেট এখন যতোটা না বোলারদের খেলা তারচেয়েও ব্যাটসম্যানদের খেলা। সময়ের চাহিদা মেনে ব্যাটসম্যানরা মারকাটারি ব্যাটিং করে। 

২৭ আগস্ট পর্দা উঠছে এবারের এশিয়া কাপের। ২৮ আগস্ট মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারতপাকিস্তান। ক্রিকেটে ভারতপাকিস্তান মানেই টানটান উত্তেজনা। ইতোমধ্যে দুই দলেই পৌঁছে গেছে দুবাই। সেখানেই সেরে নিচ্ছে টুর্নামেন্টের জন্য শেষ সময়ের প্রস্তুতি। 

প্রস্তুতি নিয়েছেন পাকিস্তানের ব্যাটার আসিফ আলিও। আসিফ যে পজিশনে ব্যাট করেন সেখানে সাধারণত পরিস্থিতির দাবী মেনে অল্প বলে ঝড় তুলতে হয়। ধুমধাড়াক্কা ব্যাটিং করতে হয়। আসিফ আসলে কতোটা প্রস্তুত?

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই নিয়েছেন এই ব্যাটার। প্রতিদিনের অনুশীলনে ১০০ থেকে ১৫০টি ছক্কা মারছেন তিনি। আসিফ মানেই যেন ছক্কার ফুলঝুরি। অতীতে কঠিন পরিস্থিতিতেও ছক্কা মেরে দলকে জেতানোর রেকর্ডও আছে এই ব্যাটারের। পিসিবেকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন,”আমি প্রতিদিন অনুশীলনে ১০০ থেকে ১৫০ টি ছক্কা মারার চেষ্টা করি, যাতে ম্যাচে থেকে ৫টি ছক্কা মারতে পারি।

যে কোন পরিস্থিতিতে চাপ সামলাতে প্রস্তুত জানিয়ে আসিফ আরো বলেনযেখানে আমি ব্যাট করি সেখানে প্রতি ওভারে আপনাকে ১০ থেকে ১২ রান করতে হবে। এমন পরিস্থিতিতে আপনার উপর চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে অবস্থার কথা মাথায় রেখে প্রস্তুতি জোরদার করছি।এশিয়া কাপে পাকিস্তানের সফলতা অনেকটাই নির্ভর করবে আসিফের উপর। আসিফ কি পারবেন? সময়েই তার উত্তর দেবে।

 

Exit mobile version