BJ Sports – Cricket Prediction, Live Score

পেলের মৃত্যুতে শচীন – সাকিবদের শোক

Sachin - Shakib's grief over Pele's death

Sachin - Shakib's Pele's death

ফুটবল দুনিয়ার রাজা হিসেবে পরিচিত পেলে। সেই রাজাই রাজ্য ছেড়ে চলে গেলেন বৃহস্পতিবার রাতে। আর তাতেই শোক বয়ে যাচ্ছে গোটা দুনিয়ায়। সর্বস্তরের মানুষের কাছেই হাহাকার, কিংবদন্তির বিদায়। জাদুকরী সেই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনেও। বাদ যাননি বাংলাদেশি ক্রিকেটাররাও। সাকিব আল হাসান সহ অনেকেই শোকবার্তা দিয়েছেন পেলের মৃত্যুতে ।

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব। পরকালে ব্রাজিলিয়ান কিংবদন্তির আত্মার শান্তিও কামনা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের ফেইসবুক পেইজে সাকিব লিখেন, ” পেলে তার প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ফুটবলকে সমৃদ্ধ করেছেন। ফুটবল এবং পেলে সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি। “

পেলের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। ফেইসবুকে তিনি লিখেন, ” বিদায় কিংবদন্তি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। ” বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, ” আমরা আপনাকে মিস করবো কিংবদন্তি। ” পেসার তাসকিন আহমেদ লিখেন, ” কিংবদন্তির বিদায়। পরপারে আপনি শান্তিতে থাকুন পেলে। “

এদিকে পেলের মৃত্যুতে শোকাহত ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। তার মতে, এই ফুটবলারের চলে যাওয়া, গোটা ক্রীড়া জগতের জন্যই বড় ক্ষতি। তিনি লিখেন, ” পেলের মৃত্যু শুধু ফটবলের জন্য নয়, গোটা ক্রীড়া জগতের জন্য বড় ক্ষতি। কখনোই এমন আর কেউ আসবে না। খেলাধুলার দুনিয়ায় আপনি চিরদিন বেঁচে থাকবেন। পরপারে আপনি শান্তিতে থাকুন পেলে। “

বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটার ছাড়া আরও অনেকেই পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য বৃহষ্পতিবার ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই ফুটবল কিংবদন্তি। পেলে কোলন ক্যান্সার, কিডনি এবং হার্টের সমস্যা নিয়ে গত নভেম্বর থেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  পেলে তার ২১ বছরের ক্যারিয়ারে ৩৭ টি বিশ্বকাপ জিতেছেন।পেলেই একমাত্র খেলোয়াড় যিনি তার ক্যারিয়ারে ৩ বার বিশ্বকাপ জিতেছেন। পেলে ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাচায় মিনাস জেরাইসে জন্মগ্রহণ করেন।

Exit mobile version