BJ Sports – Cricket Prediction, Live Score

পিসিবির পদ হারাচ্ছেন রমিজ রাজা?

পিসিবির পদ হারাচ্ছেন রমিজ রাজা?

২০২১ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদে দায়িত্ব পান রমিজ রাজা। দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজে নেমে পড়েন দেশটির সাবেক এই ক্রিকেটার। এখন পর্যন্ত বেশকিছু কাজ করে সর্বমহলের প্রশংসাও কুড়িয়েছেন রমিজ। কিন্তু এরমধ্যে গুঞ্জন উঠেছে, পিসিবি সভাপতির পদ হারাতে যাচ্ছেন রমিজ!

রমিজের পদ হারানোর সম্ভাবনা নিয়ে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম । পাকিস্তানের গণমাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী, রমিজকে সরিয়ে পিসিবির সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন নাজাম শেঠি। এমনকি সেটা হতে পারে খুব শীঘ্রই। সূত্র জানাচ্ছে, রমিজকে সরিয়ে পিসিবি সভাপতি হতে শনিবার (১৭ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতও করেছেন নাজাম।

অবশ্য এর আগেও রমিজের পদ হারানোর গুঞ্জন ওঠে, পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। সেবার মূলত, দেশটির সরকার প্রধান বদলের কারণেই রমিজের পদ হারানোর শঙ্কা দেখা দেয়। যদিও ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার মাস সাতেক পেরিয়ে গেলেও, এখনো স্বপদে বহাল আছেন রমিজ। কিন্তু এ যাত্রায় নাজামের কোপ থেকে বাঁচতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয় হতে পারে।

এর আগেও পিসিবির সভাপতি পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নাজামের। ২০১৭ সালের আগস্টে সেই দায়িত্ব পান তিনি। তবে স্থায়ীত্ব পাননি বেশিদিন। বছর ঘুরে না যেতেই সরকার বদল হলে, পদ হারান নাজাম। তার পদে বসেন এহসান মানি। মানির পরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের পছন্দ এবং হস্তক্ষেপের ফলে পিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে যান রমিজ।

এদিকে রমিজের আমলে পাকিস্তান ক্রিকেটের সাফল্য খুঁজতে গেলে দেখা যাবে একাধিক ফাইনাল খেলা এবং ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন। এসময়ে দুইটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছেন বাবর আজমরা। যদিও শিরোপার দেখা পাননি। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে দুইবার। ক্রিকেটার তৈরি করতে, উঠতি খেলোয়াড়দের জন্য বিশেষ লিগও চালু করেছেন রমিজ। শেষ পর্যন্ত রমিজ পদ হারাবেন নাকি থেকে যাবেনা এটাই যেন এখন পাকিস্তানের ক্রিকেটে কোটি টাকার প্রশ্ন।

Exit mobile version