BJ Sports – Cricket Prediction, Live Score

পিতৃত্বকালীন ছুটি শেষে দলে ফিরলেন জাম্পা, ছুটিতে কামিন্স

Adam Zampa is an Australian international cricketer who represents Australian cricket team in limited-overs cricket.

Adam Zampa is an Australian international cricketer who represents Australian cricket team in limited-overs cricket.

পিতৃত্বকালীন ছুটি শেষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন তারকা লেগস্পিনার অ্যাডাম জাম্পা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া দুটি ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার প্যাট কামিন্সকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই খেলতে নামবে অজিরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। এরপর ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আরো তিনটি ওয়ানডে খেলবে অজিরা।

এদিকে সন্তানের জন্মের সময় পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছুটিতে ছিলেন জাম্পা। এবার ছুটি শেষে ফিরলেন তিনি। এছাড়া পিঠের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে না পারা অ্যাশ্টন অ্যাগারও ফিরেছেন দলে। জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ফিট রয়েছেন তিনি।

কামিন্সের বদলে পেস বোলিং ডিপার্টমেন্টে যুক্ত করা হয়েছে শন অ্যাবটকে। এছাড়া দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এদিকে জাম্পার পর পিতৃত্বকালীন ছুটি নিলেন ট্রাভিস হেড। ফলে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না তিনি। এই সময়ে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে তার সন্তানের।

দুই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যারেরুন গ্রিন, জস হ্যাজলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

Exit mobile version