BJ Sports – Cricket Prediction, Live Score

পিএসএলে বিপিএলের হেলমেট পড়ে শাস্তি পেলেন,কোয়েটা গ্লাডিয়েটর্সের নাসিম

পিএসএলে বিপিএলের হেলমেট পড়ে শাস্তি পেলেন,কোয়েটা গ্লাডিয়েটর্সের নাসিম

#image_title

সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল ) এদিকে পাকিস্তানে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ ( পিএসএল ) এবার পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা মিলল বিপিএলের হেলমেটের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায় নাসিম শাহকে। আর যে কারণে তাকে শাস্তিও পেতে হলো। ব্যাপারটা ব্যাপক শোরগোল তুলেছে পিএসএলে।

এইতো কিছুদিন আগেই বিপিএলে খেলে গেছেন নাসিম শাহ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। কিন্তু পিএসএল শুরু হওয়ায় বিপিএল শেষ না করেই দেশে ফিরতে হয় তাকে। এদিকে বিপিএলে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে। নাসিমেরও খুশিই হওয়ার কথা কিন্তু বিপত্তি বাধিয়েছে তার হেলমেট। বিপিএল ছেড়ে গেলেও তার মায়া হয়তো ছাড়তে পারেননি এই পাকিস্তানি ক্রিকেটার। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে খেলতে নামেন নাসিম। কিন্তু সেখানে দেখা যায় তার মাথায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট। ভুল করেই যে এই কাজ করেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও শেয়ার হওয়ার পর তা ভাইরাল হতেও সময় নেয়নি। 

তবে ভুল করলেও শাস্তি থেকে রক্ষা মেলেনি নাসিমের। ক্রিকেটে এক দলের হয়ে খেলতে নেমে অন্য দলের জিনিসপত্র ব্যবহার করা নিয়ম বহির্ভূত। আর ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভাঙায় নাসিমের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে পিসিবি। পাকিস্তানের ২০ বছর বয়সী এই পেসারকেভুল হেলমেটপরায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাস্তি মেনে নেওয়ায় আলাদা ভাবে আর শুনানির প্রয়োজন পড়েনি।

মুলতান সুলতান্সের বিপক্ষে সেই ম্যাচে নাসিমের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স হেরে যায়। আবার নাসিম নিজেও শাস্তির শিকার হয়েছেন। তবে সেই ভুল আর দ্বিতীয়বার করেননি নাসিম। 

উল্লেখ্যনাসিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি। কিন্তু এখনই বড় বড় ব্যাটসম্যানদের ঘুম হারাম করার কারণ হয়েছেন পাকিস্তানের এই তরুণ পেসার। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। এবার পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতার ব্যাপারেও আশাবাদী এই তরুন পেসার।

Exit mobile version