BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৯ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ২০) – পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন স্টারস

ক্রিকেট হাইলাইটস, ২৯ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ২০) – পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন স্টারস

Cricket Highlights, 29 Dec: BBL 2022/23 (Match 20) – Perth Scorchers vs Melbourne Stars

পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন স্টারস (ম্যাচ ২০) – হাইলাইটস

গতকাল (বৃহস্পতিবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ২০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্থ স্কর্চার্স ও মেলবোর্ন স্টারস। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মোটামোটি একটি লক্ষ্য দাড় করায় মেলবোর্ন স্টারস। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই লক্ষ্যে পৌঁছে যায় পার্থ স্কর্চার্স। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ১ম স্থানে আছে পার্থ স্কর্চার্স এবং ম্যাচ হেরে ৭ম স্থানে আছে মেলবোর্ন স্টারস। এছাড়া দুর্দান্ত বোলিং এর সুবাদে পার্থ স্কর্চার্স -এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন ঝি রিচার্ডসন।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন মেলবোর্ন স্টারস এবং পার্থ স্কর্চার্সকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভাল করেন নেই মেলবোর্ন স্টারসরা। দলীয় ৩৪ রানের মাথায় তারা হারায় ৩ উইকেট। প্রথমেই মাঠ ছাড়েন টমাস রজার্স। ৪ নাম্বার ওভারের ৪র্থ বলে ক্যাচ আউট হন তিনি। আউট হওয়ার আগে ৪ চারের সাহায্যে ১৪ বলে ২০ রান করেছিলেন তিনি। ঠিক তার পরের বলেই এলবিডব্লিওর ফাঁদে পড়ে এবং গোল্ডেন ডাক মেরে মাঠ থেকে বিদায় নেন বিউ ওয়েবস্টার। এরপর ৬ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন নিক লারকিন। এরপর জো ক্লার্ক এর সাথে খেল সামাল দিতে মাঠে নামেন মার্কাস স্টয়নিস। কিন্তু লাভ কিছুই হল না, তিনি দলীয় ৬২ রানের মাথায় ক্যাচ আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন, আউট হওয়ার আগে ১০ বল ১০ রান করেছিলেন তিনি। এর কিছুক্ষন পরেই মাঠ ছাড়েন তাদের আরেক ওপেনার জো ক্লার্ক, যিনি অনেকক্ষন মাঠে ছিলেন খেলা বদলানোর জন্য। কিন্তু শেষমেশ ২ চার ও ১ ছয়ের সাহায্যে ৩০ বল ৩৩ রান করে মাঠ ছাড়েন। তখন তাদের স্কোর ছিল ৭৬-৫। সেখান থেকে ৮৬ রান তুলতেই তারা হারা আরও ৩ উইকেট। ৩ বলে ৩ রান করেন ক্যাম্পবেল কেলাওয়ে। ৬ বল খেলে মাত্র ২ রান করেন নাথান কুল্টার-নাইল। গোল্ডেন ডাক মারেন লুক উড। সেখান থেকে হিলটন কার্টরাইট ও ট্রেন্ট বোল্ট মিলে দলীয় রানকে নিয়ে যায় ১৩০ এর উপরে। এরপর শেষ ওভারের ৫ম বলে এসে ক্যাচ আউট হন ২ চার ও ২ ছয়ের সাহায্যে ৩২ বলে ৩৬ রান করা হিলটন কার্টরাইট এবং শেষ বলে গোল্ডেন ডাক মারেন অধিনায়ক অ্যাডাম জাম্পা। এছাড়া ১৬ বল খেলে ২৩ রানে অপরাজিত ছিলেন ট্রেন্ট বোল্ট। সাথে মেরেছিলেন ৩ টি ছয়। শেষে ৪ রান এক্সট্রা সহ ১০ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল মেলবোর্ন স্টারসরা।

পার্থ স্কর্চার্স এর পক্ষে ৪ ওভারে ২৫ রান খরচায় ৪টি উইকেট নেন ঝি রিচার্ডসন। ২টি করে উইকেট শিকার করেন জেসন বেহরেনডর্ফ ও অ্যান্ড্রু টাই। এছাড়া ১টি উইকেট শিকার করেন অ্যাশটন অ্যাগার। 

১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জবাবে ৪ উইকেট হারিয়ে ২.৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ স্কর্চার্স। তাদের হয়ে সব থেকে বেশি রান করেন অধিনায়ক অ্যাশটন টার্নার। ৬ চার ও ৩ ছয়ের সাহায্যে ২৬ বলে ৫৩ রান করেন তিনি। ৩ চারের সাহায্যে ৩০ বলে ৩৫ রান করেন অ্যাডাম লিথ। ১৯ বলে ১৭ রান করেন অ্যারন হার্ডি। সাথে মেরেছিলেন ২টি চার। ৩ রান করেন ফাফ ডু প্লেসিস। এছাড়া ২৩ বল খেলে ১৯ রানে অপরাজিত থাকেন জশ ইঙ্গলিস এবং ১ রানে অপরাজিত থাকেন নিক হবসন। শেষে ৮ রান এক্সট্রা সহ জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। 

মেলবোর্ন স্টারসের পক্ষে ২টি উইকেট নেন লুক উড। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন নাথান কুল্টার-নাইল ও মার্কাস স্টয়নিস। 


পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন স্টারস এর স্কোরবোর্ড

পার্থ স্কর্চার্স – ১৩৬/৪ (১৭.৩)  

মেলবোর্ন স্টারস – ১৩৫/১০ (২০.০) 

ফলাফল – পার্থ স্কর্চার্স ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ঝি রিচার্ডসন



পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন স্টারস ম্যাচের একাদশ

পার্থ স্কর্চার্স অ্যাশটন টার্নার (অধিনায়ক), জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), অ্যাডাম লিথ, ফাফ ডু প্লেসিস, অ্যারন হার্ডি, নিক হবসন, ঝি রিচার্ডসন, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যান্ড্রু টাই, পিটার হ্যাটজোগ্লো
মেলবোর্ন স্টারস অ্যাডাম জাম্পা (অধিনায়ক), জো ক্লার্ক (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, টমাস রজার্স, মার্কাস স্টয়নিস, নিক লারকিন, ক্যাম্পবেল কেলাওয়ে, হিলটন কার্টরাইট, লুক উড, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট
Exit mobile version