BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (৩য় টি২০)

পাকিস্তান বনাম ইংল্যান্ড

পাকিস্তান বনাম ইংল্যান্ড (৩য় টি২০) – হাইলাইটস

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬৩ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) করাচিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

আগের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে ২০০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল। কিন্তু বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান মিলেই এই লক্ষ্য পাড়ি দিয়ে ফেলেন কোনো উইকেট না হারিয়ে। বিশ্বরেকর্ড সে রান তাড়ার পর আরও একবার পরে ব্যাটিং করার সুবিধাটা নিতে চেয়েছিল পাকিস্তান।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল পুঁজি পায় ইংলিশরা। তবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ওপেনার ফিল সল্টকে (৮) হারিয়েছিল সফরকারীরা। এরপর সপ্তম ওভারে ১৫ বলে ১৪ রান করে ফেরেন ডেভিড মালানও।

ততক্ষণে ঝড় শুরু করেছেন অভিষিক্ত উইল জ্যাকস, ৮টি চারে ২২ বলে করেন ৪০ রান। দলীয় ৮২ রানে ফেরেন জ্যাকস, ইংল্যান্ড এরপর আর কোন উইকেট হারায়নি। ৪র্থ উইকেটে বেন ডাকেট এবং হ্যারি ব্রুক ৬৯ বলে অবিচ্ছিন্ন ১৩৯ রানের জুটি গড়ে তোলেন। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন বেন ডাকেট। শেষ পর্যন্ত ৮ চার ও ১ ছক্কায়, ৪২ বলে অপরাজিত ৬৯ রান করেন তিনি।

অপরদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হ্যারি ব্রুক। জাতীয় দলের জার্সিতে এটি ছিল ব্রুকের অষ্টম ম্যাচ। নিজের আট নম্বর ম্যাচে শেষ পর্যন্ত ব্রুক ২৩১.৪৩ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসটি সজ্জিত ছিল ৮টি চার ও ৫টি ছক্কার মারে।

পাকিস্তানের পক্ষে লেগ স্পিনার উসমান কাদির ৪৮ রান খরচে সর্বাধিক ২টি উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট শিকার করেন।

২২২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে গেলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নতুন করে লিখতে হতো বাবর আজমের দলকে। সেটা তো হয়ইনি, উল্টো শুরুতেই বাবর এবং রিজওয়ানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। আগের দুই ম্যাচের নায়ক বাবর ও রিজওয়ান দুজনেই সাজঘরে ফেরেন ৮ রান করে।

আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মার্ক উডের ৯৫ মাইলে ছোড়া বাউন্সার ঠিকভাবে খেলতে পারেননি বাবর। ধরা পড়েন বাউন্ডারি লাইনে। টপলির বলে বোল্ড হয়ে ফেরেন রিজওয়ান। হায়দার আলীও (৩) ফেরেন উডের শর্ট বলে। আর এক ব্যাটার ইফতিখার আহমেদ ৬ রান করে আউট হয়ে যান। ফলে ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

মোহাম্মদ নওয়াজ (২১ বলে ১৯) ও খুশদিল শাহও (২১ বলে ২৯) ইনিংস বড় করতে পারেননি। চলতি সিরিজে টি–টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত শান মাসুদ অবশ্য একাই লড়েছেন। যদিও সে লড়াই শুধু হারের পার্থক্যই কমিয়েছে। তিনি ৩ চার ও ৪ ছক্কায়, ৪০ বলে অপরাজিত ৬৬ রান করে মাঠ ছাড়েন।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৪ ওভারে ২৫ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া আদিল রশিদ ২টি এবং স্যাম কুরান ও রিস টপলি ১টি করে উইকেট তুলে নেন।

সাত ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামীকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) সিরিজের ৪র্থ ম্যাচে এই দুই দল একই সময় ও একই ভেন্যুতে মুখোমুখি হবে।


পাকিস্তান বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

ইংল্যান্ড২২১/৩ (২০.০)

পাকিস্তান – ১৫৮/৮ (২০.০)

ফলাফল – ইংল্যান্ড ৬৩ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – হ্যারি ব্রুক


=


পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), হায়দার আলী, ইফতিখার আহমেদ, শান মাসুদ, খুশদিল শাহ, শাহনওয়াজ ধানী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, এবং হারিস রউফ।
ইংল্যান্ড মঈন আলী (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট রক্ষক), ডেভিড মালান, উইল জ্যাকস, বেন ডাকেট, লিয়াম ডসন, হ্যারি ব্রুক, স্যাম কুরান, আদিল রশিদ, রিস টপলি এবং মার্ক উড।
Exit mobile version