BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (২য় টি২০)

PAK vs ENG

পাকিস্তান বনাম ইংল্যান্ড

পাকিস্তান বনাম ইংল্যান্ড (২য় টি২০) – হাইলাইটস

ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের অসাধারণ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান।

বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট ও অ্যালেক্স হেলস ৫ ওভারে তুলেছিলেন ৪২ রান, ভালো একটা ভিত পাওয়ার পথেই এগোচ্ছিল ইংল্যান্ড। শাহনওয়াজ ধানীর পরপর দুই বলে অবশ্য বদলে গেল চিত্রটা। আগের ম্যাচে ফিফটি করা অ্যালেক্স হেলস বোল্ড আউট হন ২১ বলে ২৬ রান করে, পরের বলে ডেভিড মালান ফেরেন কোনো রান না করেই।

বেন ডাকেট পাকিস্তানের দুই স্পিনার উসমান কাদির ও মোহাম্মদ নওয়াজের ওপর চড়াও হয়ে অবশ্য রানের গতি বাড়ান। ২২ বলে ৪৩ রানের ইনিংসের মধ্যে দুই স্পিনারের ১৮ বলেই ৩৭ রান তোলেন এ বাঁহাতি ব্যাটার। এমন উইকেটে তাঁর সুইপ, রিভার্স সুইপ ছিল কার্যকর। এরপর হ্যারি ব্রুক করেন ১৯ বলে ৩১ রান।

ইংল্যান্ডকে ১৯৯ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে অবশ্য মূল কৃতিত্ব অধিনায়ক মঈন আলীর। ৩২ রানে তাঁর সহজ ক্যাচ ফেলেন খুশদিল শাহ, এরপর মঈন খেলেন ২৩ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস। পাকিস্তানের হয়ে শাহনওয়াজ ধানী ও হারিস রউফ ২টি করে এবং মোহাম্মদ নওয়াজ ১টি উইকেট তুলে নেন। তবে ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছেন।

করাচির ধীরগতির, নিচু উইকেটে ইংল্যান্ডের ১৯৯ রানের স্কোরকে মনে হচ্ছিল যথেষ্টর চেয়েও বেশি। তবে বাবর ও রিজওয়ান প্রথম ১০ ওভারে ৮৭ রান তুলে দলের জয়ের জন্য শক্ত ভিত গড়েন। তখনো এগিয়ে ছিল ইংল্যান্ডই, বিশেষ করে যখন পাকিস্তানের মিডল অর্ডার নিয়েও সাম্প্রতিক সময়ে উঠেছে প্রশ্ন। তবে বাবর-রিজওয়ান ভাবলেন ভিন্ন কিছুই। 

১১তম ওভারে লুক উডকে ইনিংসে নিজের প্রথম ছক্কাটি মারলেন বাবর, এরপর নিয়মিত বিরতিতেই বাউন্ডারি হাঁকাতে থাকল তারা। ফ্লাডলাইটের আলোয় বল স্কিড করা শুরু করেছে ততক্ষণে, বাবর এবং রিজওয়ানের আত্মবিশ্বাসও বেড়েছে ধীরে ধীরে। মাঝে ২৩ ও ৩২ রানে জীবন পেয়েছেন রিজওয়ান, ইংল্যান্ড মিস করেছে জুটি ভাঙার সুযোগ।

দুজন অবশ্য আর পিছে ফিরে তাকাননি। রিজওয়ান ফিফটি পূর্ণ করেন ৩০ বলে এবং বাবর করেন ৩৯ বলে। তবে ফিফটির পর গতি বাড়ান পাকিস্তান অধিনায়ক, সেঞ্চুরি পূর্ণ করেন ৬২ বলে। মানে ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে তাঁর লাগে মাত্র ২৩ বল।

সময়ের অন্যতম সেরা স্পিনার আদিল রশিদের ওপরও চড়াও হন বাবর এবং রিজওয়ান, এ লেগ স্পিনার ৩ ওভারেই দেন ৩৪ রান। মঈন আলী এক ওভার বোলিং করতে এসে দেন ২১ রান। বাবর ও রিজওয়ান, দুজনই লেগ সাইডে ইন ফ্রন্ট অব স্কয়ারে ছিলেন দারুণ, সবচেয়ে বেশি রান দুজনই তুলেছেন ওই অঞ্চল দিয়ে।

এরপর ইনিংসের ১৮তম ওভারে স্যাম কুরানের বলটা অফ সাইডে ঠেলে দিয়ে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছে গিয়ে লাফের সাথে গর্জন দিয়ে উঠলেন বাবর আজম। চোখেমুখে দেখা গেল তাঁর স্বস্তির ছাপ। এশিয়া কাপে নিষ্প্রভ বাবর সবকিছুর জবাব দিলেন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে। কুরানের বলে ওই শটেই তিন অঙ্কে পৌঁছে যান পাকিস্তান অধিনায়ক।

বাবরের রেকর্ড সেঞ্চুরি, এবং মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তাঁর ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল এ দুজনেরই, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁরা গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও এটি রেকর্ড রান তাড়া।

এছাড়া বাবর প্রথম পাকিস্তান ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন একাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত খেলেন ৬৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ৫টি ছক্কার মার। অপরদিকে মোহাম্মদ রিজওয়ান ৫ চার ও ৪ ছক্কায়, ৫১ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। আজ সিরিজের ৩য় ম্যাচে এই দুই দল একই সময় ও একই ভেন্যুতে মুখোমুখি হবে।


পাকিস্তান বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

ইংল্যান্ড১৯৯/৫ (২০.০)

পাকিস্তান – ২০৩/০ (১৯.৩)

ফলাফল – পাকিস্তান ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – বাবর আজম



পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), হায়দার আলী, ইফতিখার আহমেদ, শান মাসুদ, খুশদিল শাহ, উসমান কাদির, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শাহনওয়াজ ধানী, এবং মোহাম্মদ হাসনাইন।
ইংল্যান্ড মঈন আলী (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট রক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডকেট, ডেভিড উইলি, লিয়াম ডসন, লুক উড এবং আদিল রশিদ।
Exit mobile version