Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৮ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (৫ম টি২০)

ক্রিকেট হাইলাইটস, ২৮ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (৫ম টি২০)

পাকিস্তান বনাম ইংল্যান্ড (৫ম টি২০) – হাইলাইটস

সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে বুধবার (২৮ সেপ্টেম্বর) সফরকারী ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। সেই সাথে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। মার্ক উড, ডেভিড উইলি এবং স্যাম কুরানের বোলিং তাণ্ডবে ১৯ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪৬ বলে ৬৩ রান করেন। যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কার মার।

রিজওয়ান ছাড়া আর মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কে পৌছাতে পেরেছেন। যার মধ্যে ইফতিখার আহমেদ ১৪ বলে ১৫ রান এবং অভিষিক্ত আমির জামাল ৭ বলে ১০ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক তিনটি উইকেট তুলে নিয়েছেন মার্ক উড। এছাড়া ডেভিড উইলি ও স্যাম কারান দুইটি করে এবং ক্রিস ওকস ১টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে ইংলিশরা। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে (১) তুলে নেন মোহাম্মদ নওয়াজ। এরপর ফিল সল্ট (৩) এবং বেন ডাকেটকে (১০) ফেরান দুই পেসার হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম। ৩১ রানের মধ্যে টপ অর্ডারের তিনজনকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

সেই পরিস্থিতিতে সফরকারীদের কোণঠাসা করে ফেলেন দুই স্পিনার শাদাব খান ও ইফতিখার আহমেদ। দুজনে মিলে আট ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৪১ রান, তুলে নেন ২ উইকেট। রান তোলার গতি স্লথের সঙ্গে ওভারপ্রতি রান তোলার চাপ বাড়ে ইংল্যান্ডের। ফলে দলীয় ৮৫ রানে ষষ্ঠ উইকেটে হারায় সফরকারীরা।

সেখান থেকে ইংল্যান্ডকে শেষ ওভারে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক মঈন। ক্রিস ওকসকে সাথে নিয়ে তিনি সপ্তম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার হলেও ইংল্যান্ড নিতে পারে ৯ রান। প্রথম তিন বলে ৭ রান তুলে নেয় ইংল্যান্ড। যেখানে একটি ছক্কাও হাঁকান মঈন।

ফলে অভিষেক ম্যাচ খেলতে নামা পাকিস্তানী পেসার আমির জামালের শেষ তিন বলে ইংলিশদের প্রয়োজন হয় ৮ রান। স্ট্রাইকে তখন ২ চার ও ৪ ছক্কা হাঁকানো মঈন আলী। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক আর শেষবেলায় পারলেন না।

চতুর্থ বলটি ইয়র্কার, পঞ্চম বলটিও তাই। তবে সেই বলে কোনোমতে সিঙ্গেল নিতে পারলেন মঈন। শেষ বলে ডেভিড উইলিও নিতে পারলেন কেবল এক রান। ফলে মাত্র ১৪৫ রানের পুঁজি নিয়েও পাকিস্তান জিতে গেল ৬ রানে। সেই সাথে ৩৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মঈন।

পাকিস্তানের হয়ে এই দিন ম্যাচে সব বোলারই উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন হারিস রাউফ। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাবাদ খান, আমির জামাল এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ইংল্যান্ড, এবং তারপরের ম্যাচে জয় পেয়েছিলো পাকিস্তান। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে সিরিজে এগিয়ে যায়। তবে তার পরের দুই ম্যাচ জয়ী হয়ে এখন ৩-২ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিরিজের ৬ষ্ঠ ম্যাচে এই দুই দল একই সময় ও একই ভেন্যুতে মুখোমুখি হবে।


পাকিস্তান বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

পাকিস্তান – ১৪৫/১০ (১৯.০)

ইংল্যান্ড – ১৩৯/৭ (২০.০)

ফলাফল – পাকিস্তান ৬ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মোহাম্মদ রিজওয়ান 


ক্রিকেট হাইলাইটস, ২৮ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (৫ম টি২০)


পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আমির জামাল, হারিস রউফ, এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
ইংল্যান্ড মঈন আলী (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট রক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, বেন ডাকেট, ক্রিস ওকস, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ডেভিড উইলি, মার্ক উড এবং আদিল রশিদ।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...