BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তান নয়, বরং শিশির নিয়ে চিন্তিত রোহিত শর্মা 

Rohit Sharma is worried about dew, not Pakistan

পাকিস্তান নয়, বরং শিশির নিয়ে চিন্তিত রোহিত শর্মা 

 বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় দুবাইতে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত -পাকিস্তান। তবে ম্যাচের আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মার কপালে চিন্তার ভাজ। গত বছর আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা ছিল শিশিরের। তাই এবারও শিশির নিয়ে চিন্তা রোহিতের। 

ভারত – পাকিস্তান ম্যাচের আগে এক সাক্ষাৎকারে রোহিত বলেন,” শুক্রবার যখন আমরা মাঠে যাই, তখন পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা হয়। শিশির নিয়ে জানতে চাই তার কাছে। এখনও পর্যন্ত যা খবর, শিশির নিয়ে ভাবতে হবে না। আমাদের সৌভাগ্য যে আমরা রবিবার খেলতে নামব “।  

গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ম্যাচে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে এবার চোটের কারনে এশিয়া কাপ খেলা হচ্ছেনা তার। 

ব্যাপারটা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন ” দুই দলেরই শক্তি কমেছে বুমরা এবং আফ্রিদি না থাকায়। আমি বিশ্বাস করি এর ফলে বাকিরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আশা করব বাকিরা সেটা কাজে লাগাবে।”

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৮ বার হারিয়েছে ভারত। এবারের এশিয়া কাপে ভারত গত টি টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নেবে নাকি পাকিস্তানের আধিপত্য বজায় থাকবে সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version