BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের সাথে জিতেও নিজের দুঃসহ স্মৃতি স্মরন করলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya

হার্দিক পান্ডিয়া

ক্যারিয়ারে মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠেই দেখলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সময়ের চাকা কত দ্রুত ঘুরে যায়।২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ১৯ তম ওভারে বল করতে গিয়ে বাঁ পায়ে চোট লাগে তার। উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আর এবারের এশিয়া কাপে পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ যেন হার্দিক পান্ডিয়াকে দুই হাত ভরে দিয়েছে। সেই একই মাঠে হার্দিকের দুর্দান্ত পারফরম্যান্সে জিতে যায় ভারত। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ভারতের। হার্দিকের দুর্দান্ত ছক্কায় বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় ভারত। 

তবে এমন পারফরম্যান্স করার পরও বছর চারেক আগের সেই ভয়ংকর সময়ের কথা মনে করিয়ে দিলেন হার্দিক। 

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোষ্ট করেছেন হার্দিক। প্রথম ছবিতে দেখা যাচ্ছে স্ট্রেচারে করে হার্দিকের মাঠ ছাড়ার দৃশ্য। আর অন্যটিতে ব্যাট আকাশে তুলে ধরার দৃশ্য। দুটি ছবিই পাকিস্তানের বিপক্ষের ম্যাচ। তবে প্রথম ছবিটি ২০১৮ সালের এশিয়া কাপের আর দ্বিতীয় ছবিটি চলতি আসরের। 

এই ছবি যেন লড়াকু হার্দিকের ফিরে আসার গল্প বলে। প্রসঙ্গে হার্দিক বলেন,” সবকিছু মাথার মধ্যে ঘুরছিল। স্ট্রেচারে করে ওই প্যাভিলিয়নেই নিয়ে যাওয়া হয়েছিল। সেই পরিস্থিতি থেকে ফিরে এমন পারফরম্যান্স করলে মনে হয় কিছু করতে পেরেছি।

গত আইপিএল থেকেই ব্যাটে বলে দারুন ছন্দে হার্দিক। তার নেতৃত্বেই প্রথমবার খেলতে নেমে তার দল আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের সেই ফর্মটাই যেন টেনে এনেছেন হার্দিক। এবার তার কাধে ভর করেই অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চায় ভারত। তার আগে এশিয়া কাপের মঞ্চে ঝলক দেখাচ্ছেন এই অলরাউন্ডার।

Exit mobile version