BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন ইনজামাম

পাকিস্তানের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন ইনজামাম

ক্রিকেটে পাকিস্তান দলটার সাথেআনপ্রেডিক্টেবলশব্দটি যুক্ত আছে বহু আগে থেকেই। এখনো তার রেশ কাটেনি, যা মাঠের ক্রিকেটেই প্রমাণ মেলে। কোন দিন জিতবে আর কোন দিন হারবে, তা বলাই যেন মুশকিল। সম্প্রতি বেশ নড়বড়ে ব্যাটিংয়ের দেখা মিলছে পাকিস্তান দলে। এবারের এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যা চলছেই।

দলের এমন ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার মুখ খুললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। এমনকি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ছাড়া দলের ব্যাটিং অস্তিত্ব নেই বলেও মনে করছেন তিনি। ইনজামামের মতে, বাবররিজওয়ান ছাড়া কেউ ব্যাটিংই করতে পারছেন না।

 বর্তমান ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ব্যস্ত পাকিস্তান দল। সিরিজের প্রথম দুই ম্যাচও জয়ও পেয়েছে তারা। যেখানে ব্যাট হাতে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হাল ধরেছেন বাবর। তারপরেই নিজের ইউটিউব চ্যানেলে দলের ব্যাটিং উদ্বেগ প্রকাশ করেন ইনজামাম।

ইনজামাম বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। ছেলেরা নিউজিল্যান্ডে ভালো খেলছে। ওদের উচিৎ, ইংল্যান্ড সিরিজের কথা ভুলে যাওয়া। এশিয়া কাপও অতীত। সেসব নিয়ে ভাবতে নেই। নতুন প্রতিযোগিতায় নতুনভাবে শুরু করেছে দল। নিকট অতীতের ভালোমন্দ স্মৃতিগুলো মনে রাখার দরকার নেই।

গত এশিয়া কাপের দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভুগেছে পাকিস্তান। ফাইনালে ২৩ রানে হেরেছিলো শ্রীলঙ্কার সাথেও। এবার বিশ্বকাপে নতুন আশায় বুক বেধেছে বাবর আজমের দল। ব্যর্থতা কাটিয়ে দলের হাতে কাপ দেখতে মুখিয়ে আছেন রমিজ রাজারা। বাবরের দল কি পারবে? যেন কোটি টাকার প্রশ্ন।

Exit mobile version