BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের পাঠ্যবইয়ে বাবর আজমের কাভার ড্রাইভ

পাকিস্তানের পাঠ্যবইয়ে বাবর আজমের কাভার ড্রাইভ

এশিয়া কাপে ব্যাট হাতে ঠিক ছন্দে ছিলেননা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই হাতে ফাইনালে হেরে তৃতীয় বারের মত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে৷ তবে মাঠের বাইরের ঘটনায় এবার সংবাদ শিরোনামে তিনি। 

মাঠের বাইশ গজে দৃষ্টিনন্দন সব কাভার ড্রাইভের দেখা মেলে এই পাকিস্তানের তারকা ক্রিকেটারের। এবার বাবরের সেই শট ঠাই পেল পাকিস্তানের পাঠ্যবইয়ে। মূলত বিজ্ঞানের ছাত্রদের গতিশক্তি বুঝাতেই বাবরের সেই কাভার ড্রাইভের উদাহরণ টেনেছে দেশটির শিক্ষা বিভাগ।

বাবরের শট উল্লেখিত বইয়ের সেই পৃষ্টার ছবি প্রকাশ পেয়েছে পাকিস্তানি এক সাংবাদিকের টুইটে। দেশটির প্রাদেশিক পাঠ্যবইয়ের . নং উদাহরণে বলা হয়েছে,

বাবর একটি কাভার ড্রাইভ মারলেন যেখানে বলের গতিশক্তি ১৫০ জুল। তাহলে ) যদি বলের ভর ১২০ গ্রাম থাকে তাহলে গত গতিতে সেটি বাউন্ডারিতে পৌঁছাবে? ) একই গতিতে ৪৫০ গ্রাম ওজনের ফুটবল মারতে হলে ফুটবলারকে কতটা গতিশক্তি কাজে লাগাতে হবে?’

ব্যাপারটা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে। বাবরের এই শট নিয়ে মাঝেমধ্যেই আলোচনা হয়। নেটিজেনদের কাছে আলোচনার অন্যতম বিষয় বাবর এবং বিরাট কোহলির মধ্যে কার কাভার ড্রাইভ বেশি ভালো

তবে বইয়ের পাতায় বাবরের শটের ব্যাপারে মুখ খোলেননি পাকিস্তান অধিনায়ক। এশিয়া কাপের ব্যাটিং ব্যর্থতা ঘুচাতে নেটে ঘাম ঝরাচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপে আবার যে স্বরুপে ফিরতে চান বাবর।

Exit mobile version