BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের কাছে হার, কতোটা বদলেছে ভারত? জানালেন রোহিত শর্মা

How much has India changed after Losing to Pakistan

১৯৭৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে, ২০২১ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেই অসাধ্য কাজটিই ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে করে  বাবর আজমের দল। ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।

পরে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় হট ফেভারিট ভারতকে। তবে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে হারার পর বেশ কিছু পরিবর্তন আসে ভারতীয় ক্রিকেট দলে। পরিবর্তন আসে কোচিং স্টাফ এবং অধিনায়কে।

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় দলের নেতৃত্বে এবার আছেন  রোহিত শর্মা। গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর  ২৮ আগস্ট আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আসন্ন ভারত- পাকিস্তান ম্যাচ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ভারত অধিনায়ক।

রোহিত বলেন,” অনেক দিন পর এশিয়া কাপ হচ্ছে। কিন্তু গত বছর বিশ্বকাপে দুবাইতে পাকিস্তানের সঙ্গে খেলেছি, অবশ্যই ফল আমাদের পক্ষে আসেনি। কিন্তু এশিয়া কাপ ভিন্ন। দল এখন ভিন্নভাবে খেলছে, ভিন্নভাবে প্রস্তুতিও নিয়েছে। সেই সময় থেকে ভারতীয় দলে অনেক কিছু বদলে গেছে।”

 সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট নিয়ে রোহিত আরও বলেন, “আমাদের জন্য কন্ডিশন বুঝতে পারা হবে গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে আমারা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে খেলব। এসব মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করতে হবে।”

আসন্ন এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় দল সম্পর্কে রোহিত বলেন ”  কন্ডিশন মাথায় রেখে দলে হয়ত তিন চারটা বদল হতে পারে। আপাতত আমাদের চিন্তা এশিয়া কাপ নিয়ে।অস্ট্রেলিয়ার বিশ্বকাপ নিয়ে ভাবছিনা “।

Exit mobile version