BJ Sports – Cricket Prediction, Live Score

পাঁচ বছর পর টেস্টে ফিরলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell

গ্লেন ম্যাক্সওয়েল

সর্বশেষ কবে সাদা জার্সিটা গায়ে জড়িয়েছেন, তা হয়তো নিজেই ভুলে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন মারমুখী এই অলরাউন্ডার। মূলত ট্রাভিস হেডের চোটের কারণে আবারো টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। সেই ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দলকে ৭ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর আর টেস্ট খেলা হয়নি তার। তবে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ম্যাক্সওয়েল।

শ্রীলংকা সফরে আসা অজি দলটা একের পর এক চোটের শিকার হচ্ছে। স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, শন অ্যাবট ও অ্যাশটন অ্যাগার চোট সমস্যায় ভুগছেন। সর্বশেষ ট্রাভিস হেডের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণেই সুযোগ মেলে ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার সাদা বলের এই বিশেষজ্ঞ এখন পর্যন্ত মাত্র ৭টি টেস্ট খেলেছেন।

২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া ম্যাক্সওয়েল এখন পর্যন্ত একটি সেঞ্চুরি করেছেন। টেস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ২৬.০৭। রান করেছেন মোট ৩৩৯। তবে কাকতালীয় বিষয় হচ্ছে, ম্যাক্সওয়েলের খেলা আগের সবকটি ম্যাচই খেলেছেন উপমহাদেশের মাটিতে। এবারো ফিরছেন উপমহাদেশের মাটিতে।

ম্যাক্সওয়েলের টেস্ট দলে ফেরা নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘আমরা জানি উপমহাদেশের এমন কন্ডিশনে লাল বলে ম্যাক্সওয়েল সাফল্য পেয়েছে। সে কিংবা অন্য কেউ ভালো করলে সবসময়ই সুযোগ থাকবে।’

Exit mobile version