BJ Sports – Cricket Prediction, Live Score

পরিচালককে হুমকি দিয়ে বায়োপিক থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার

পরিচালককে হুমকি দিয়ে বায়োপিক থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার

Shoaib Akhtar backed out of the biopic threatening the director

ক্রিকেট ক্যারিয়ারে ২২ গজে দাপট দেখিয়ে আলোচনার শীর্ষে থাকতেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। অবসর নেওয়ার পরেও বিভিন্ন কারনে আলোচনা – সমালোচনার শীর্ষেই আছেন তিনি। আর পাকিস্তানের সাবেক এই স্পিডস্টারকে নিয়েই নির্মিত হতে যাচ্ছিল তার বায়োপিক ‘ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ‘। কিন্তু হঠাৎ করেই তা থেকে সরে দাঁড়ালেন শোয়েব আখতার। পরিচালককে হুমকি দিয়ে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বায়োপিক থেকে সরে আসার কথা জানান তিনি। এই ঘটনায় তোলপাড় চলছে ক্রিকেট জগতে।

গুরুত্বপূর্ণ ঘোষণা ‘ শিরোনামে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার  লিখেছেন, ” অনেক স্বপ্ন ছিলো নিজের বায়োপিক নিয়ে, তবে দুঃখের সঙ্গে সবাইকে জানাতে চাই ‘ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ‘ চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপারটা দুঃখজনক তবে আমি আর আমার ম্যানেজমেন্ট  আইনি লড়াইয়ের মাধ্যমে এই ছবির পরিচালকের সঙ্গে চুক্তি বাতিল করব। নিজের বায়োপিক নিয়ে আমার অনেক স্বপ্ন ছিলো, অবশ্যই এটা একটা বড় প্রকল্প ছিল, এবং আমি এটা রক্ষার অনেক চেষ্টা করেছি কিন্ত শেষ পর্যন্ত হলোনা। বায়োপিকটা হলে অবশ্যই ভালো লাগত কিন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারগুলো ভালোভাবে এগোয়নি। তাই এই প্রকল্প বাদ দিলাম। ” 

অনেক চেষ্টার পরেও নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে পারেননি বলে জানান শোয়েব। তাই শেষ পর্যন্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন শোয়েব। তিনি আরো লিখেছেন, ” বায়োপিকের কিছু ব্যাপার নিয়ে  মতবিরোধ ছিলো। এগুলো চলচ্চিত্রের স্বার্থেই বন্ধুত্বপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্ত সত্যটা হলো শেষ পর্যন্ত আমরা  ব্যর্থ  হয়েছি, এমনকি   প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘনও করা হয়েছে। চেয়েছিলাম বায়োপিকটা হোক কিন্ত  শেষ পর্যন্ত,এটা না করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমি আমার জীবনের গল্প নিয়ে সিনেমা বানানোর অধিকার বাতিল করে, দিয়েছি। “

তবে এরপরেও পরিচালক যদি শোয়েব আখতারের জীবন নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেন তাহলে পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি। এই প্রসঙ্গে শোয়েব আরো লিখেছেন, ” ভীষন ভাবে চেয়েছিলাম বায়োপিক হোক। কিন্ত শেষ পর্যন্ত যেহেতু হলোনা,  এই প্রকল্প এখানেই শেষ, এরপরেও যদি পরিচালক আমার জীবনভিত্তিক চলচ্চিত্র কিংবা আমার নাম ও কোনো ঘটনা ব্যবহার করে ছবিটির নির্মাণকাজ চালিয়ে যান, তবে ব্যাপারটা আমি সহজভাবে নেবোনা মোটেও। পরিচালকের বিরুদ্ধে তাহলে আইনি ব্যবস্থা নেব। আশাকরি আমার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান রাখা হবে। “

উল্লেখ্য, শোয়েব আখতারের বায়োপিকে অভনয় করার কথা ছিল পাকিস্তানের অভিনেতা উমাইর জাসওয়ালের। কিন্তু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন তিনিও। এক টুইট বার্তায় ‘ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ‘ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান জসওয়াল। শোয়েব আখতারকে নিয়ে বায়োপিক নির্মান করতে যাচ্ছিলেন পাকিস্তানের চিত্র পরিচালক মোহাম্মদ ফারাজ কায়সার। শোয়েব এর বায়োপিক তৈরি না হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

Exit mobile version