BJ Sports – Cricket Prediction, Live Score

পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক

পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক

India's chief selector has resigned

ভারতীয় ক্রিকেট নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য প্রকাশ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক চেতন শর্মা। অবশ্য এমন মন্তব্যের পর আর পদে থাকলেন না তিনি। বিসিসিআইয়ের চাকরি থেকে পদত্যাগ করেছেন চেতন। যদিও বোর্ডের পক্ষ থেকে তাকে পদত্যাগ করার জন্য, কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। চেতন স্বেচ্ছায় নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি চেতনের একটি বক্তব্য হইচই ফেলে দেয় ভারতীয় ক্রিকেটে। চেতন বলেন, শারীরিকভাবে ফিট থাকার জন্য ইনজেকশন নিয়ে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ মার্ক তুলতেও, এই পন্থা অবলম্বন করেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের কথাও তুলে ধরেছেন চেতন। তাতে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে আলোচনা – সমালোচনা।

ক্রিকেটারদের নিয়ে চেতন বলেন, ” ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার শতভাগ ফিট থাকার জন্য নিষিদ্ধ ইনজেকশন নেন। এমনকি যেসব ক্রিকেটার ৮০ শতাংশ ফিট, তারাও এই নিষিদ্ধ ইনজেকশন নেন। এ তালিকায় আছেন জসপ্রিত বুমরাহর মতো সিনিয়র ক্রিকেটার। ভারতীয় দলে আরো সমস্যা আছে। রোহিত এবং সৌরভের সঙ্গে সিনিয়র খেলোয়াড় কোহলির সম্পর্ক ভালো না। “

চেতনের এমন বক্তব্যের পর  বিতর্ক শুরু হয়  ভারতের ক্রিকেটে।  চেতনের পদত্যাগ নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ” বিসিসিআই সচিব জয় শাহ এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চেতন। বোর্ড সচিব তার পদত্যাগপত্র গ্রহণ করে, তা মঞ্জুর করেছেন। চেতন যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও তাতে তাকে পদত্যাগ করতে, বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। “

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও একবার আলোচনায় আসেন ভারতীয় এই নির্বাচক।  তবে শেষ পর্যন্ত চেতনের কাঁধেই আস্থা রাখে বিসিসিআই। এবার তিনি পদত্যাগ করায়, বিকল্প পথে যেতে হচ্ছে ভারতকে। অবশ্য তারাও আর বসে থাকছে না। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই নতুন নির্বাচক নিয়োগ দেওয়া হবে। তবে কে হবেন নতুন ভারতীয় নির্বাচক, সে সম্পর্কে জানা যায়নি।

Exit mobile version