BJ Sports – Cricket Prediction, Live Score

পঁচিশ হাজার রানের মাইলফলকে কোহলি

পঁচিশ হাজার রানের মাইলফলকে কোহলি

#image_title

গত বছরের এশিয়া কাপের আগেও বিরাট কোহলির ব্যাটে ছিল রান খরা। প্রায় তিন বছর শতকের দেখা না পাওয়া কোহলি, যেন শতক হাঁকাতে ভুলেই বসলেন! সমালোচনাও কম হয়নি। কিন্তু আলোচনা – সমালোচনা ছাপিয়ে, হেসেছে ভারতীয় ব্যাটসম্যানের ব্যাট। এশিয়া কাপে রান পেয়েছেন, শতক পেয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে, এবার অনন্য এক মাইলফলক স্পর্শ করে ফেললেন কোহলি।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার – গাভাস্কার ট্রফি খেলতে ব্যস্ত কোহলি। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে, ২৫ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৫৪ রান দূরে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে কোহলির ব্যাট থেকে এসেছে মোট ৬৪ (৪৪ ও ২০) রান। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে, সব মিলিয়ে পঁচিশ হাজার রান পূর্ণ করলেন তিনি।

এই কীর্তি গড়তে মোট ৫৪৯টি ইনিংস খেলেছেন কোহলি। এর আগে পঁচিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করা কোনো ব্যাটসম্যান, তার চেয়ে কম ইনিংসে এই কীর্তি গড়তে পারেননি। সবচেয়ে কম ইনিংসে পঁচিশ হাজার রান করার, আগের রেকর্ডটিও ছিল কোহলির স্বদেশী ক্রিকেট কিংবদন্তি  শচীন টেন্ডুলকারের দখলে। সাবেক ভারতীয় কিংবদন্তি সময় নিয়েছেন ৫৭৭ ইনিংস। তাকে টপকে এখন সবার উপরে উঠে এলেন কোহলি।

পঁচিশ হাজার রান করার পথে, তিন ফরম্যাটেই শতক হাঁকিয়েছেন কোহলি। যেখানে টেস্টে ৮১৩১ রান, ওয়ানডেতে ১২৮০৯ রান এবং টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করেছেন তিনি। সবমিলিয়ে ভারতীয় তারকার নামের পাশে এখন শোভা পাচ্ছে ২৫০১০ রান। পঁচিশ হাজার রান পেরিয়ে মাহেলা জয়াবর্ধনে এবং জ্যাক ক্যালিসের কাছাকাছি চলে আসলেন কোহলি। খুব শীঘ্রই তাদের ছাড়িয়ে যেতে পারেন তিনি।

এদিকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে আছেন শচীন। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৪৩৫৭ রান করেছেন সাবেক এই ভারতীয় ব্যাটার। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুমার সাঙ্গাকারার নাম। সাবেক এই শ্রীলংকান উইকেটরক্ষক ব্যাটসম্যান করেছেন, তিন ফরম্যাট মিলিয়ে মোট ২৮০১৬ রান। এছাড়া তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রান ২৭৪৮৩। ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন কোহলিকে।

Exit mobile version