BJ Sports – Cricket Prediction, Live Score

নিয়ম ভঙ্গের কারণে কোহলিদের উপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড

Indian cricket team

ভারতীয় ক্রিকেট বোর্ড

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার গত বছর ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ভারত। তবে, কপাল খারাপ থাকলে যা হয়, এবারও ইংল্যান্ডে বেড়েছে করোনার প্রকোপ। এমনকি ইংল্যান্ড যেয়ে ভারতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মাও আক্রান্ত হয়েছেন মহামারী করোনা ভাইরাসে। এমন অবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআই কর্তাদের কপালে। 

এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে  শুরু হচ্ছে টেস্ট সিরিজটি। চিন্তার কালো মেঘ যেখানে ভারতীয় বোর্ড কর্তাদের মাথায় ভর করেছে, তখন নিয়ম ভেঙে ইংল্যান্ডের রেস্টুরেন্টে উল্লাস করছেন কোহলি-শার্দুলরা। বিসিসিআইয়ের পক্ষ নিষেধাজ্ঞা রয়েছে কোনোরকম জনসমাগমে যাওয়া যাবে না। 

কিন্তু সেই নিয়মের তোয়াক্কা-ই করলেন না ভারতীয় খেলোয়াড়রা। ক্রিকেটাররা সে কথায় গুরুত্ব না দিয়ে ইংল্যান্ডের রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করায় কোহলিদের ওপর বিরক্ত হয়ে ধমক দিয়েছে বিসিসিআই।

কোহলি ছাড়াও সেখানে ছিলেন ঋষভ পন্থ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও কমলেশ নাগারকোটির মতো তরুণরা। ভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাবলিক প্লেসে ঘুরতে যাওয়ার জন্য বোর্ড বেশ কিছু ক্রিকেটারকে কড়া তিরস্কার করেছে। বেশ কয়েকজন ক্রিকেটার ফ্যানদের সঙ্গে সেলফিও তুলেছেন।

 যা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আগেই ওদের সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে তা সত্ত্বেও ওরা লন্ডনের রাস্তায় অপ্রয়োজনীয়ভাবে বেরিয়ে পড়ছে। তাই ওদের পুনরায় সেই উপদেশ মনে করিয়ে দেয়া হয়েছে।

Exit mobile version