BJ Sports – Cricket Prediction, Live Score

নিয়মিত মাদক সেবন করতেন ওয়াসিম আকরাম 

Wasim Akram used to take drugs regularly

পাকিস্তান ক্রিকেট তথা গোটা দুনিয়ার অন্যতম সেরা পেসারদের একজন ওয়াসিম আকরাম। নিজের সময়ে অবিশ্বাস্য বেলিংয়ের জন্য ‘সুলতান অব সুইং’ হিসেবে খ্যাতিও পেয়ে যান তিনি। দর্শক মনে এই কিংবদন্তি ক্রিকেটারের জন্য ভালোবাসাও নেহায়েত কম নয়। কিন্তু সেই ওয়াসিমই এবার জানালেন, বিস্ফোরক এক তথ্য!

ওয়াসিম জানান, বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পরে মাদকে আসক্ত হয়ে পড়েন তিনি। বিশেষ করে কোকেনের প্রতি ছিল তার বাড়তি টান। এক টানা প্রায় ৬ বছর মাদকের জগতে ডুবে যান ওয়াসিম। কিন্তু পরবর্তী তার প্রয়াত স্ত্রী হুমার সাহায্যে মাদকের জগত থেকে বের হয়ে আসেন আকরাম

বৃটিশ দৈনিক সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে  আকরামের এমন মন্তব্যে হইচই পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আকরামের পুরো ব্যাপারটা উঠে এসেছে তার আত্মজীবনী ” সুলতান :  এ মেময়র ” বইতে। 

এ নিয়ে ওয়াসিম বলেন, ” সবচেয়ে বাজে ব্যাপার হলো, একসময় কোকেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। ইংল্যান্ডে একটি পার্টিতে প্রথম কোকেন গ্রহণ করি। পরবর্তীতে আসক্ত হয়ে পড়ি। একদিন হুমা আমাকে ধরে ফেলে। আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট দেখে বলে, ‘তোমার সাহায্য দরকার।’ আর তাতে আমি রাজি হয়ে যাই। “

অবশ্য ওয়াসিম এটাও জানান, অতিরিক্ত মাদক সেবনের ফলে শারীরিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হন তিনি। মাদক, ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি শরীরে ডায়াবেটিসের বীজ বুনে দেয় । যে কারণে তার স্ত্রীর শেষ ইচ্ছা ছিল, তাকে মাদক থেকে বের করে আনা। স্ত্রীর কথাও আকরাম রাখলেন। পরবর্তীতে  মাদক আর ছুঁয়েও দেখেননি তিনি।

Exit mobile version