Skip to main content

নিজ দেশে পা রাখতেই আটক হলেন লামিচানে

Lamichhane

লম্বা সময় ধরেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত ছিলেন সন্দীপ লামিচানে। সেই মিশন শেষ করে দেশে ফিরেই আটক হলেন নেপালের এই তরুণ লেগস্পিনার। বৃহস্পতিবার নেপালের ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কাঠমান্ডু পুলিশ।

এরপর থেকেই তোলপাড় চলছে বিশ্ব ক্রিকেটে। লামিচানের গ্রেফতারের খবর মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভদ্রলোকের খেলা ক্রিকেটে, কোন ক্রিকেটারের এমন ঘটনা কাম্য নয় বলেও মত দেন নেটিজেনরা। 

তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের তল্লাশির প্রয়োজন হয়নি লামিচানেকে আটক করতে। একপ্রকার নিজ থেকেই ধরা দিয়েছেন সাবেক নেপাল অধিনায়ক। সিপিএল থেকে দেশে ফেরার আগে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে দেশে পৌঁছানোর ফ্লাইট, তারিখ এবং সময় জানিয়ে দিয়েছেন তিনি। সেই খবরের ভিত্তিতে যথাসময়ে বিমানবন্দরে এসে হাজির হয় কাঠমান্ডু পুলিশ।

লামিচানেকে আটকের কারণ, ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশকিছু তথ্যপ্রমাণও পায় নেপাল পুলিশ। এরপর থেকেই লামিচানেকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু দেশের বাইরে থাকায় এতদিন সেটা সম্ভব হয়নি। অবশেষে এই ক্রিকেটারকে ধরতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।

এদিকে সিপিএলে থাকা অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন লামিচানে। এরমধ্য হারিয়েছেন জাতীয় দলের অধিনায়কত্বও। ধর্ষণের অভিযোগের খবর শোনার পর মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি।

খবর ছড়ায় তাকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে। যে কারণে সিপিএলে খেলা বন্ধ হয়ে গেলেও শক্তপোক্ত হয়ে দেশে ফিরতে বেশকিছু দিন সময় নিয়েছেন তারকা এই ক্রিকেটার।

উল্লেখ্য, লামিচানের বিরুদ্ধে অভিযোগকারী সেই কিশোরীর দাবি, ভক্ত হিসেবে লামিচানের সঙ্গে দেখা করতে গেলে বিপাকে পড়ে সেখানে থাকতে হয় তাকে। তবে আলাদা কক্ষে থাকতে চাইলেও তা হতে দেননি লামিচানে। বরং নিজ কক্ষে নিয়ে কিশোরীকে দুইবার ধর্ষণ করেন এই ক্রিকেটার। তবে নিজের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন লামিচানে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২০-এ মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য: ব্লু এবং গোল্ড ব্যাক-টু-ব্যাক শিরোপা চ্যাম্পিয়ন!

আধিপত্যের একটি দুর্দান্ত প্রদর্শনে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ মরসুমে শিরোপা জয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাওয়ার হাউস হিসাবে তাদের মর্যাদা পুনঃনিশ্চিত করেছে। অভিজ্ঞ প্রচারক রোহিত শর্মার নেতৃত্বে নীল ও সোনার...

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে!

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৯ মরসুমটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১২ মে, ২০১৯-এ...

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে!

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৮ মরসুমে চেন্নাই সুপার কিংস (সিএসকে ) ফ্র্যাঞ্চাইজি দুই বছরের স্থগিতাদেশের পরে বিজয়ী প্রত্যাবর্তনের...

আইপিএল ২০১৭-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জয়: আবারও নীল ও সোনার রাজত্ব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৭ মরসুম ক্রিকেট ইতিহাসে আরেকটি মুগ্ধকর অধ্যায়ের সাক্ষী হয়েছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে, বিশ্বের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে। রোহিত...