BJ Sports – Cricket Prediction, Live Score

নিজের ভুল বুঝতে পেরেছেন সাকিব আল হাসান

আমেরিকা থেকে শুক্রবার রাত ৩:০০ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় সাকিবকে বহনকারী ফ্লাইটটি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বিষয়ক সেই ফেইসবুক পোস্ট মুছে ফেলেন সাকিব আল হাসান। 

এর আগে ২ আগস্ট নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি জানান তিনি।

তবে পাপনের কড়া হুশিয়ারিতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। চুক্তি বাতিলের পরও সেই পোস্ট দেখা যায় সাকিবের পেইজে। তবে শনিবার সকালেই সেই পোস্ট নিজের ফেইসবুক পেইজ থেকে সরিয়ে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

এদিকে শনিবার দুপুরে বিসিবি সভাপতি এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সাকিব। বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলও ঘোষণা করা হয়। সেই সাথে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান সাকিব। ফলে গত সপ্তাহ খানেকের জল্পনার অবসান হলো, অবশেষে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষনা দেন। তিনি বলেন ” সাকিব  নিজের ভুল বুঝতে পেরেছে। আর এমন ভুল করবেনা বলেও অঙ্গীকার করেছে।   

এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন তিনি। সাকিবের অধীনে ২১ টি ম্যাচে ৭ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪ টি তেই হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশের।

Exit mobile version