BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১২ অক্টোবর নিউজিল্যান্ড টি২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৫ম টি২০)

ক্রিকেট হাইলাইটস, ১২ অক্টোবর নিউজিল্যান্ড টি২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৫ম টি২০)

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৫ম টি২০) – হাইলাইটস

ত্রিদেশীয় সিরিজের ৫ম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল এক লক্ষ্য দাড় করায় নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় লক্ষ্যে পৌছাতে পারেন নেই বাংলাদেশ। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন গ্লেন ফিলিপস। অন্যদিকে আজকের ম্যাচ হেরে ফাইনালে উঠার স্বপ্ন একেবারেই শেষ বাংলাদেশের। আগামি কালের ম্যাচ হবে শুধু আনুষ্ঠানিকতার জন্য।

টি-টোয়েন্টি সিরিজে আজ (বুধবার) বাঁচামরার লড়াই ছিল বাংলাদেশের। এমন এক ম্যাচে টাইগার বোলারদের পিটিয়ে ৫ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জেতেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

তবে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ভয়ংকর চেহারায় হাজির হন ফিন অ্যালেন। ২৫ বলে তিনি ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েন ডেভন কনওয়ের সঙ্গে।

মারমুখী ব্যাটিং করা অ্যালেনকে পঞ্চম ওভারে অবশেষে ফেরান শরিফুল ইসলাম। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ইয়াসির রাব্বির হাতে দুর্দান্ত ক্যাচ হন কিউই ওপেনার (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২)। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তোলে নিউজিল্যান্ড।

এরপর ঝড় তোলেন কনওয়ে, ৩০ বলে ফিফটি তুলে নেন এই কিউই ওপেনার। কিন্তু অন্যদিকে গাপটিল ঠিক হাত খুলে খেলতে পারছিলেন না। ১৪তম ওভারে এবাদত হোসেনের ফুলটস বলে হাঁকাতে গিয়ে লংঅন বাউন্ডারিতে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন তিনি (২৭ বলে ৩৪)।

১৭তম ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের প্রথম বলেই তাকে মারতে গিয়ে বাউন্ডারিতে শান্তর হাতে ধরা পড়েন কনওয়ে। ৪০ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৪ রান করেন কিউই ওপেনার। দুই বল পর সাইফউদ্দিন দারুণ এক ডেলিভারিতে স্টাম্প ভাঙেন নতুন ব্যাটার মার্ক চ্যাপম্যানের (২)।

তবে এরপর গ্লেন ফিলিপস বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। ১৯ বলেই ফিফটি পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি ইনিংসের দুই বল বাকি থাকতে বোল্ড হন এবাদতের বলে। তবে ২৪ বলে ২ চার আর ৫ ছক্কায় ৬০ রানের তাণ্ডবে যা করার তা করে দিয়েই গেছেন।

সাইফউদ্দিন ৪ ওভারে ৩৭ আর এবাদত ৪০ রানে নেন দুটি করে উইকেট। এছাড়া ১টি উইকেট নেন শরিফুল ইসলাম। 

২০৯ রানের কঠিন লক্ষ্য। তবু সাউদিবোল্টদের তোপ সামলে অনেকটা সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান যেভাবে খেলেছেন, আরেকজন ব্যাটার এমন খেলতে পারলে হয়তো ভিন্ন কিছুই হতো। কিন্তু সেই কাজটা কেউ করতে পারলেন না। ফলে অধিনায়কের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে ২০৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটে ১৬০ রানেই থেমেছে বাংলাদেশ। ১২ বলে ১১ করে সাজঘরে ফেরেন শান্ত। এরপর লিটন দারুণ কিছু শট খেলে হন ব্রেসওয়েলের শিকার। ১৬ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ করেন ডানহাতি এই ব্যাটার।

দশম ওভারের শেষ বলে মিলনের শর্ট বলের ফাঁদে পা দেন সৌম্য। ১৭ বলে ৩ বাউন্ডারিতে গড়া সৌম্যর ২৩ রানের ইনিংসটি শেষ তাতেই। এরপর আফিফ হোসেন (৪ বলে ৪) ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বোল্ড হন ব্রেসওয়েলের বলে। হতাশ করেছেন নুরুল হাসান সোহানও (২)। ইয়াসির রাব্বি (৬ বলে ৬) ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন একদম বাউন্ডারির দড়িতে। তাদের হয়ে সব থেকে বেশি রান করেছেন সাকিব। ৪৪ বলে ৮ চারে আর ১ ছক্কায় ৭০ করেন তিনি। এছাড়া মোসাদ্দেক হোসেন ৯ রানে ও মোহাম্মদ সাইফুদ্দিন ৩ রানে অপরাজিত থাকেন। 

নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল। 


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ২০৮/৫ (২০.০)

বাংলাদেশ – ১৬০/৭ (২০.০)    

ফলাফল – নিউজিল্যান্ড ৪৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – গ্লেন ফিলিপস  



নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

নিউজিল্যান্ড টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
বাংলাদেশ সাকিব আল হাসান (সি), নুরুল হাসান (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন
Exit mobile version