BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৯ অক্টোবর নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২ : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৩য় টি২০)

ক্রিকেট হাইলাইটস, ৯ অক্টোবর নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২ : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৩য় টি২০)

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (৩য় টি২০) – হাইলাইটস

ত্রিদেশীয় সিরিজের ৩য় ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে কোনোমতে একটি লক্ষ্য দাড় করায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই খুব সহজে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সেই সাথে নিউজিল্যান্ডের হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন মাইকেল ব্রেসওয়েল। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ এবং ২য় স্থানে আছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ড বোলারদের কাছ থেকে রানই বের করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। উইকেটে যেন রানের জন্য মাথাকুড়ে মরেছেন সাকিব-আফিফরা। শেষ পর্যন্ত স্বাগতিক কিউইদের সামনে কেবল ১৩৮ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা ব্যাটাররা।

সর্বোচ্চ ৩৩ রান করলেন সাব্বির রহমানের পরিবর্তে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত। ২৯ বল খেলে মাত্র ৪টি বাউন্ডারির মার মারতে পেরেছেন তিনি। ২৬ বলে ২৪ রান করে আউট হন আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ১৬ রান করেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারা তো দুরে থাক, বলকে যেন ৩০ গজ বাউন্ডারিই পার করাতে পারেন না। এমনকি একটি বলকে বাউন্ডারি মারতেও রাজ্যের কষ্ট তাদের। মেকশিফট ওপেনার হিসেবে নিজের কার্যকরিতা দিন দিন হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা আরও প্রকটভাবে দেখা গেলো।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টিম সাউদিকে দারুণ একটি বাউন্ডারি মারলেন। পরের বলটি ডট। এরপরের বলেই বলকে তুলে দিলেন আকাশে। মিডঅনে অ্যাডাম মিলনের হাতে সজহেই তালুবন্দী হয়ে যান তিনি। যার ফলে বলে মাত্র রান করেই, দলীয় ১২ রানের মাথায় আউট হয়ে যান মিরাজ।

এরপর মিচেল ব্রেসওয়েলের হাতে রিটার্ন ক্যাচ তুলে দিলেন লিটন দাস। ১৬ বলে ১৫ রান করে সম্ভাবনাময় একটি ইনিংসের অপমৃত্যু ঘটিয়ে বিদায় নিলেন লিটন। মোসাদ্দেক হোসেন সৈকত এবারের ত্রিদেশীয় সিরিজে পুরোপুরি ফ্লপ। মাত্র ৪ বল খেলে ২ রান করে আউট হয়ে গেলেন তিনি। ইয়াসির আলী রাব্বি আগের ম্যাচে শেষ দিকে দারুণ মারকুটে ইনিংস খেলেছেন। কিন্তু এই ম্যাচে খেললেন পুরো ব্যর্থ একটি ইনিংস। ৯ বল খেলে ৭ রান করে আউট হলেন তিনি। ২ বলে ৩ রান করে আউট হয়ে যান তাসকিন আহমেদ। শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান একটু জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। তার এই ছোট্ট ইনিংসেই স্কোরটা একটু চ্যালেঞ্জিং হয়েছিল। তিনি করেন ১২ বলে ২৫ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ২ টি করে উইকেট নেন ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, ও ট্রেন্ট বোল্ট।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। একপ্রকার হেসেখেলেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শরিফুলের করা চতুর্থ ওভারে ছক্কা হাঁকিয়ে হাত খোলার ইঙ্গিত দেন অ্যালেন। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেননি শরিফুল। এক বল পরই অ্যালেনকে সাজঘরের ঠিকানায় ফেরত পাঠিয়ে দিয়েছেন এ বাঁহাতি পেসার। মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন ১৮ বলে ১৬ রান করা অ্যালেন।

তাতে অবশ্য একদমই চিন্তা করেননি নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটার কনওয়ে ও উইলিয়ামসন। বরং ছোট লক্ষ্য হওয়ায় দুজন মিলে রয়ে-সয়ে খেলার দিকেই মন দেন। শেষমেশ ইনিংসের ১৫তম ওভারে গিয়ে থামে উইলিয়ামসনের সংগ্রামী ইনিংস। হাসানের করা সেই ওভারের শেষ বলে ত্রিশ গজের বৃত্ত পার করার চেষ্টায় মিড অনে তাসকিনের হাতে ধরা পড়েন ২৯ বলে ৩০ রান করা কিউই অধিনায়ক।

পরে গ্লেন ফিলিপসকে নিয়ে আর কোনো বিপদ ঘটতে না দিয়ে সহজেই ম্যাচ শেষ করেন কনওয়ে। দুইটি করে চার-ছয়ের মারে ৯ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস। কনওয়ের ব্যাট থেকে আসে ৫১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস। সাথে মেরেছিলেন ৭টি চার ও ১টি ছয়।


নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ১৪২/২ (১৭.৫)

বাংলাদেশ – ১৩৭/৮ (২০.০)    

ফলাফল – নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মাইকেল ব্রেসওয়েল  



নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, জেমস নিশাম, মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
Exit mobile version