Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ৮ অক্টোবর নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২ : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান – ২য় টি২০

ক্রিকেট হাইলাইটস, ৮ অক্টোবর নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২ : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - ২য় টি২০

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (২য় টি২০) – হাইলাইটস

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ এর কাছাকাছি একটি লক্ষ্য দাড় করায় নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই খুব সহজে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিউজিল্যান্ডকে। সেই সাথে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন বাবর আজম। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং প্রদর্শনী করলো পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ ৩৫ ম্যাচ পর টি-টোয়েন্টিতে কোনো ওয়াইড বা নো বল ছাড়া ইনিংস শেষ করলো তারা। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলায় ১৪৭ রানে পৌঁছেছে নিউজিল্যান্ডের সংগ্রহ।

অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল থাকার পরেও একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফিন অ্যালেনকে। তবে কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে রানের গতি বাড়াতে পারেননি কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে।

শেষ পর্যন্ত দুজনের ৮.৪ ওভারের জুটিতে আসে ৬১ রান। সাজঘরে ফেরার আগে কনওয়ে করেন ৩৫ বলে ৩৬ রান, উইলিয়ামসন ৩১ রান করতে খেলেন ৩০ বল। চার নম্বরে নামা গ্লেন ফিলিপসও হাত খুলে খেলতে পারেননি। তিনি ১৭ বলে করেন ১৮ রান।

তবে মার্ক চ্যাপম্যান তিন চার ও দুই ছয়ের মারে ১৬ বলে ৩২ রানের ইনিংস খেললে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড়ায় কিউইদের। এছাড়া জেমস নিশাম ৫, মাইকেল ব্রেসওয়েল ০, ইশ সোধি ২, টিম সাউদি ১, ট্রেন্ট বোল্ট ২ রান করেছেন। শেষে ৭ রান এক্সট্রা সহ ১৪৮ রানের লক্ষ্য দাড় করায় তারা। 

ইনিংসের ১৯তম ওভারে মাত্র রান দিয়ে উইকেট নিয়ে স্বাগতিকদের বেশি দূরে যাওয়া থেকে আটকে রাখেন হারিস রউফ। সবমিলিয়ে ওভারে ২৮ রান খরচায় হারিসের শিকার উইকেট। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০ রানে নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুই উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৪ রান। এছাড়া ১টি উইকেট নিয়েছেন শাহনওয়াজ দাহানি।

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। আজ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে জেতালেন রিজওয়ানের উদ্বোধনী সঙ্গী ও দলের অধিনায়ক বাবর আজম।

লক্ষ্য ছিল ১৪৮ রানের, জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো বাবরের দল।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। পাওয়ার প্লে’র মধ্যে সাজঘরে ফিরে যান আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান (১২ বলে ৪) ও তিন নম্বরে নামা শান মাসুদ (২ বলে ০)। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে পাকিস্তান।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে দারুণভাবে এগিয়ে নেন অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক শাদাব খান। দুজনের জুটিতে ৭ ওভারে আসে ৬১ রান। দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার আগে মাত্র ২২ বলে ৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন শাদাব।

এরপর মোহাম্মদ নওয়াজ টুকটুক করলেও অপরপ্রান্তে সাবলীল ছিলেন বাবর। মাত্র ৩৩ বল খেলেই তিনি তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। এছাড়া মোহাম্মদ নওয়াজ করেছিলেন ১৯ বলে ১৬ রান, ও হায়দার আলী করেছিলেন ১০ রান। 


নিউজিল্যান্ড বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড – ১৪৭/৮ (২০.০)

পাকিস্তান – ১৪৯/৪ (১৮.২)    

ফলাফল – পাকিস্তান ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – বাবর আজম  


ক্রিকেট হাইলাইটস, ৮ অক্টোবর নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ ২০২২ : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - ২য় টি২০


নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের একাদশ

নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, জেমস নিশাম, মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ব্লেয়ার টিকনার
পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, শান মাসুদ, আসিফ আলী, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...