BJ Sports – Cricket Prediction, Live Score

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

Tri-nation series trophy unveiled in New Zealand

দরজায় কড়া নাড়ছে টিটোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে অংশগ্রহণকারী দলগুলো। এরই অংশ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ এবং পাকিস্তান। ইতোমধ্যে উন্মোচিত হয়েছে সেই সিরিজের ট্রফিও।

অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ট্রফি উন্মোচন করেছেন তিন দলের অধিনায়ক। এসময় ট্রফির সঙ্গে ফটোশুটে অংশ নেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন, পাকিস্তান অধিনায়ক  বাবর আজম। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ফটোশুটে যান সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।

এদিকে তিন জাতির এই টিটোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে আছে বাংলাদেশি ডিটারজেন্ট কোম্পানিবাংলা ওয়াশ যে কারণে সিরিজের নাম দেওয়া হয়েছেবাংলা ওয়াশ টিটোয়েন্টি ট্রাই সিরিজ ফলে বাংলাদেশ, নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান যে দলই সিরিজ জিতুক না কেন, বাংলায় লেখা ট্রফি নিয়ে ঘরে ফিরবে তারা।

অক্টোবর ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। এরপর অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাকি দুটি ম্যাচ ১২ ১৩ অক্টোবর। এদিকে টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করছেন, এই সিরিজে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারলেই বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সম্পন্ন হবে টাইগারদের।

Exit mobile version