BJ Sports – Cricket Prediction, Live Score

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, সঙ্গী বাংলাদেশ-পাকিস্তান

Bangladesh-Pakistan to play tri-nation series in New Zealand - ft

Bangladesh-Pakistan to play tri-nation series in New Zealand

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। শনিবার  এই সিরিজে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করবে বাবর আজমরা। সিরিজের গ্রুপ পর্বে তিনটি দলই একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এই পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ। সেখানে বিজয়ীর হাতে উঠবে ট্রফি।

খুব শীঘ্রই তিন দেশকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের সূচি প্রকাশ করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সিরিজে অংশগ্রহণ নিয়ে রমিজ বলেছেন, ‘১৫ সেপ্টেম্বর ইংল্যান্ড এখানে (পাকিস্তানে) আসবে। এরপরই আমরা ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ নিশ্চিত করেছি। আমি চেয়েছিলাম দল যেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিছু ম্যাচ খেলতে পারে।’

এদিকে অনেক আগেই নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষা ছিল শুধু পাকিস্তানের গ্রীন সিগনালের। এবার সেটাও পাওয়া গেল। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি সারতে কোমর বেঁধে নেমেছে সব দল। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই তিন জাতি সিরিজ।

Exit mobile version