BJ Sports – Cricket Prediction, Live Score

নাসির – সৌম্যর জন্য কী খুলবে জাতীয় দলের দরজা?

Is the door will open for Nasir - Soumya in the national team

Is the door will open for Nasir - Soumya in the national team

দীর্ঘদিন পর ২২ গজে ফিরে নজর কাড়ছেন অলরাউন্ডার নাসির হোসেন। বিপিএলে ধারাবাহিকভাবে রান করছেন তিনি। ব্যাটে – বলে দারুণ পারফরম্যান্স করে মাঠের ২২ গজে আলো ছড়াচ্ছেন জাতীয় দলের এক সময়ের এই অপরিহার্য খেলোয়াড় । সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এমন দুর্দান্ত ব্যাটিং নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। এবার কী তাহলে জাতীয় দলের দরজা খুলে যাবে তার জন্য? এ বিষয়ে এবার আভাস দিলেন নির্বাচকরা। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটে নাসিরের সংগ্রহ ২৬৯ রান। তার ব্যাট থেকে এসেছে ৩৬, ৪৪, ৩০, ৩৯, ৬৬ এবং ৫৪ রান। বল হাতে তার শিকার ৭ উইকেট। কিন্তু এত ভালো পারফরম্যান্স করার পরেও সমালোচক এবং পর্যালোচকদের যুক্তি নাসির ব্যাটে বলে ধারাবাহিক হলেও জয় পাচ্ছে না তার দল। তাছাড়া বিপিএলে ভালো পারফর্ম করলেই যে কাউকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে ব্যাপারটা এমনও নয়। তবে এটা নিয়ে বিবেচনা করবেন নির্বাচকরা এমনটাই জানা গেছে। 

সম্প্রতি নাসিরকে নিয়ে প্রধান নির্বাচক  মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ” বিপিএলে নাসির ভালোই খেলছে। অনেকদিন পর কামব্যাক করেও ধারাবাহিক ভাবে রান করছে। ওকে ধারাবাহিকভাবে রান করার এই প্রসেসে থাকতে হবে। সিলেকশন প্যানেলের বিবেচনায় আছে তার পারফরম্যান্স । খেলোয়াড়দের সবাইকে নিয়েই চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন যাকে দরকার হবে তখন তাকে চিন্তা করা হবে। নাসির অভিজ্ঞ খেলোয়াড়, অনেকদিন ধরে খেলছে। বিপিএলে এখন যে ছন্দে আছে, নিজের এই ছন্দ ধরে রাখতে পারলে  তার ক্যারিয়ারের জন্য দারুন ব্যাপার  হবে। “

এদিকে মাঠে ফিরে নাসির নজর কাড়লেও ধারাবাহিক হতে পারছেন না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। ব্যাটে নিজেকে মেলেই ধরতে পারছেন না তিনি। শেষ সাত ম্যাচে যথাক্রমে তার ব্যাট থেকে এসেছে ১৬, ০, ০, ৪, ৬, ১৬ এবং ৩ রান। তাকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা? এমন প্রশ্নের জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ” বিপিএলটা মোটেও ভালো যাচ্ছেনা ওর। তবে  তার পারফরম্যান্স নিয়ে এখনই এভাবে কথা  বলা উচিৎ হবেনা। এখন টুর্নামেন্টের অর্ধেক। ৯৫ শতাংশ ম্যাচ শেষ হলে মূল্যায়ন করা যাবে, কার পারফরম্যান্স কোনদিকে যাচ্ছে। তারপরও বলব, বিপিএলে সব ক্রিকেটারকেই মনিটরিং করা হচ্ছে। শেষ সময়ে সবার পারফরম্যান্স মুল্যায়ন করবে বিসিবি “। 

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর নাসির ক্রিকেটের তিন সংস্করণ মিলে খেলেছেন ১১৫ টি ম্যাচ। ১৯ টি টেস্ট, ৬৫ টি ওয়ানডে এবং ৩১ টি টি – টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জাতীয় দলে আর ফেরা হয়নি তার। এদিকে ২০১৪ সালের ১ ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের। তিনি ১০ টি টেস্ট, ৩৫ টি ওয়ানডে খেলেছেন। ২০২২ সালের ১৪ জুলাই অস্ট্রেলিয়ায় টি – টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ

Exit mobile version