BJ Sports – Cricket Prediction, Live Score

নাসিমের নতুন রেকর্ড, টপকে গেলেন মোস্তাফিজ – হ্যারিসকে

নাসিমের নতুন রেকর্ড, টপকে গেলেন মোস্তাফিজ - হ্যারিসকে

নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন নাসিম। সেখানে ১৮ উইকেট শিকার করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে টপকে গেলেন বাংলাদেশের ‘ কাটার মাস্টার ‘ খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার রায়ান হ্যারিসকে। 

ওয়ানডেতে অভিষেক হওয়ার পর পাঁচ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৮ টি। যা ওয়ানডেতে অভিষেক হওপার পর প্রথম পাঁচ ম্যাচের সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড। এই রেকর্ডের মাধ্যমে নাসিম টপকে গেলেন সাবেক অজি পেসার রায়ান হ্যারিসকে। রায়ানের প্রথম পাঁচ ম্যাচে তার উইকেট ছিল ১৭ টি। ২০০৯ সালে অভিষেক হওয়া হ্যারিসের এই রেকর্ড এখন নাসিমের দখলে। 

টপকে গেলেন আরও এক পেসারকে। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে তুলেছিলেন ১৬ উইকেট। অভিষেকের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজ নিয়েছিলেন ১১ উইকেট। পাঁচ ম্যাচ শেষে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৬ টি। তবে সংখ্যাটা আরও বাড়তে পারত। পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ ম্যাচে তিনি কোনো উইকেট নিতে পারেননি। চলতি বছর মোস্তাফিজের এই রেকর্ডটি ভেঙে দিলেন নাসিম শাহ। 

নাসিমের সামনে সুযোগ ছিল তার স্বদেশী কিংবদন্তি ওয়াকার ইউনিসকে স্পর্শ করা। কিন্তু একটুর জন্য সেটা আর হয়নি নাসিমের। পাকিস্তানের সাবেক এই পেসার নিজের অভিষেকের প্রথম পাঁচ ম্যাচে টানা তিনবার ৫ উইকেট শিকার করেছিলেন। আর তার এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। নাসিম প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট পান, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেট পাওয়ার জন্য ওয়াকার ইউনিসের রেকর্ড আর ভাঙা হয়নি।

নাসিম ওয়ানডে ক্রিকেট খেলা শুরু করার পর ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন  অ্যাডাম জাম্পা। মাত্র ৯ ম্যাচে তার সংগ্রহ ২৪ উইকেট। তবে নাসিম তার অভিষেক হওয়ার পাঁচ ওয়ানডের চারটিতেই নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন। বাকি এক ম্যাচে তিনি দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পান। নাসিমের সমান ১৮ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, তবে ১৮ উইকেট নিতে তার লেগেছিল ছয় ম্যাচ। এদিকে এমন অর্জনের পর প্রশংসায় ভাসছেন নাসিম।

Exit mobile version