BJ Sports – Cricket Prediction, Live Score

নারী কান্ডে বিতর্কিত হয়ে ক্ষমা চাইলেন ধর্মসেনা

Kumar Dharmasena is a Sri Lankan cricket umpire and former international cricketer.

Dharmasena apologised as being controversial to be involved in the woman incident

বিতর্ক আর কুমার ধর্মসেনা যেন একে অপরের নিত্যসঙ্গী। এরমধ্যে নানান কান্ডে বহুবার সমালোচিত হয়েছেন শ্রীলংকার অভিজ্ঞ এই আম্পায়ার। তবে এবার ভিন্ন এক কান্ড করে বসলেন তিনি। ধর্মসেনার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে এক নারীর ছবিতে মন্তব্য করা হয়। যেখানে লেখা ছিল ‘বিউটিফুল’।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই স্বচ্ছ পানির মতো পরিষ্কার দুনিয়া। ধর্মসেনার মন্তব্যটিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। একের পর এক ট্রলের শিকার হয়ে পরে অবশ্য বাধ্য হয়ে সেই মন্তব্যটি মুছে দেন ধর্মসেনা। তবে এ ঘটনায় নিজের ফেইসবুক পেইজ হ্যাক হয়েছে বলে দাবি করেন তিনি।

এক পোস্টে ধর্মসেনা লিখেছেন, ‘শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার ফেইসবুক পেইজ থেকে বেশকিছু অপ্রীতিকর বিষয় পোস্ট করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার পেইজটা অন্যের দখলে চলে যায়। তবে সেটা আমি পুনরায় ফেরত পেয়েছি এবং বিষয়গুলো মুছে ফেলেছি। এমন অসুবিধার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। কারো মনে দুঃখ দিয়ে থাকলে, আমি দুঃখিত।’

এছাড়া সম্প্রতি আরো একটি কারণে আলোচনায় আছেন শ্রীলংকার এই আম্পায়ার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নাসিম শাহকে ভুল আউট দিয়ে বিতর্কিত হন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ভুল করেছেন ধর্মসেনা। ব্যাটসম্যানের প্যাডে লেগে বল ফিল্ডারের হাতে গেলে ক্যাচ আউট দেন তিনি। তখনো ক্রিকেট পাড়ায় সমালোচনার মুখে পড়েন ধর্মসেনা।

Exit mobile version