BJ Sports – Cricket Prediction, Live Score

নারী আইপিএলে থাকছে না শাহরুখ এবং কলকাতা

নারী আইপিএলে থাকছে না শাহরুখ এবং কলকাতা

গোটা বিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খ্যাতি এবং জনপ্রিয়তা আকাশচুম্বী। অবশ্য সেটা কেবল পুরুষদের নিয়ে। এবার নারীদের নিয়েও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুস শুরু হয়েছে ভারতে। এবছর থেকে শুরু হতে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। যেটি মূলত নারীদের আইপিএল। আর এই টুর্নামেন্টেও চলছে অর্থের ছড়াছড়ি। যেখানে দল পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

আগে থেকেই জানা যায়, উইমেন্স প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে মোট পাঁচটি দল। আর এই পাঁচ দলের মালিক খুঁজে নিতে, দরপত্র আহবান করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে অসংখ্য কোম্পানি এবং প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ করেছে। দর উঠেছে হাজার কোটির টাকার উপরে। এই প্রতিযোগিতায় পেরে উঠেনি কলকাতা। যে কারণে নারীদের এই লিগে কোনো দলও পায়নি তারা।

সম্প্রতি নারী আইপিএলের মালিকানা পাওয়া কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে বিসিসিআই। এক টুইট বার্তায় মাধ্যমে খবরটি প্রকাশ করেন বোর্ড সচিব জয় শাহ। সেই টুইটে তিনি লিখেন, ” নারীদের এই প্রতিযোগিতার নাম রাখা হয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগ। আশা করি, এটা আমাদের জন্য নতুন মাত্রা যোগ করবে। শুধু ক্রিকেট নয়, গোটা ক্রীড়াঙ্গনের জন্য আশীর্বাদ বটে। “

নারীদের লিগে সবচেয়ে বেশি, ১২৮৯ কোটি টাকায় দলের মালিকানা কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আহমেদাবাদের হয়ে। ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বাইয়ের দল কিনেছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ৯০১ কোটি টাকায় দল পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮১০ কোটি টাকায় দিল্লীর দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর। ৭৫৭ কোটি টাকায় লক্ষ্ণৌ দলের মালিক কেপ্রি গ্লোবাল হোল্ডিংস।

ফলে নারী আইপিএলে খেলবে না কলকয়তার কোনো দল। তবে দল না পেলেও, উইমেন্ট প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে কলকাতায়। দরপত্রে লড়াই করেও হেরে যাওয়াটা, ক্রিকেটে শাহরুখের জন্য অফ ফর্মও বলা চলে। যদিও সিনেমার জগতে রোমাঞ্চ ছড়িয়ে দিচ্ছেন এই বলিউড তারকা। এসময়ে তার ‘পাঠান’ সিনেমাটিই প্রমাণ করছে, বলিউডে কতটা রাজত্ব চলছে তার।

Exit mobile version