BJ Sports – Cricket Prediction, Live Score

নারীদের আইপিএলে দল কিনতে তুমুল লড়াই

নারীদের আইপিএলে দল কিনতে তুমুল লড়াই

গোটা বিশ্বজুড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এতদিন সেটা ছিল কেবল পুরুষদের ঘিরে। এবার যুক্ত হচ্ছে নতুন উন্মাদনা। পুরোদমে শুরু হতে যাচ্ছে নারীদের আইপিএল। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে দল কিনতে, তুমুল লড়াই শুরু করেছে কোম্পানি গুলোর মধ্যে। ইতোমধ্যে জানা গেছে, এই লিগে দল কিনতে চায় মোট ৩০টি কোম্পানি।

নারীদের আইপিএলে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে, যা আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এই পাঁচটি দলের মালিকানা বিক্রির জন্য, সম্প্রতি দরপত্র আহবান করেছে বিসিসিআই। এরপরেই দল কেনার জন্য উঠেপড়ে লেগেছে অনেকগুলো কোম্পানি। ইতোমধ্যে ৩০টি কোম্পানি দরপত্রও কিনে ফেলেছে। যারমধ্যে আছে নামকরা কর্পোরেট কোম্পানিগুলোও।

নারী আইপিএলে দল কিনতে আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে আছে ভারতের বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানি। তারমধ্যে অন্যতম হলো – চেন্নাই সুপার কিংসের মালিকানায় থাকা ইন্ডিয়া সিমেন্ট। এছাড়া দরপত্র কিনেছে চেত্তিনাথ সিমেন্ট এবং জেকে সিমেন্ট। সঙ্গে আছে শ্রীরাম গ্রুপ, নীলগিরি গ্রুপ, এপিএল অ্যাপোলো, ক্যাপ্রি গ্লোবাল, হালদিরাম এবং আদানি গ্রুপের মতো নামকরা প্রতিষ্ঠানও।

এদিকে দীর্ঘদিন ধরে বাতাসে ভেসে ভেড়ানো গুঞ্জনটাও সত্যি হলো। নারী আইপিএলের দল কিনতে আগ্রহী হয়েছে পুরুষদের সবগুলো ফ্র্যাঞ্চাইজি মালিক। ইতোমধ্যে তারা সবাই দরপত্র কিনেছে বলেও জানা গেছে। তবে পুরুষ বিভাগে দলের মালিক হলেও, নারী দলের মালিক হতে সুবিধা পাবেন তা নয়। সবাইকে বিডিং প্রক্রিয়ার মাধ্যমে, বিজয়ী হয়েই দলের মালিক হওয়ার সৌভাগ্য অর্জন করতে হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ৫ দলের ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিসিআই। ঐ দিনই জানা যাবে, কোন দলের মালিক কে! যদিও এবারের নারীদের আইপিএলে বলিউড তারকাদের দল কিনতে আগ্রহ দেখা যাচ্ছে না। কারণ এই লিগে দল কিনতে হলে, মালিক পক্ষের পকেটে থাকতে হবে কমপক্ষে ১ হাজার কোটি টাকা। মূলত বিশাল অংকের এই টাকাটার কারণেই, আগ্রহী হচ্ছেন না নায়ক – নায়িকারা। দেখা যাক শেষ পর্যন্ত কারা দল কিনে নেয়।

Exit mobile version