BJ Sports – Cricket Prediction, Live Score

নাগপুরের উইকেট খেলার মতোই ছিলো, প্যাট কামিন্স

নাগপুরের উইকেট খেলার মতোই ছিলো, প্যাট কামিন্স

Nagpur pitch was eligible for playing Pat Cummins

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডারগাভাস্কার ট্রফি মানেই উত্তেজনা। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। এবারও তার ব্যতিক্রম নয়। নাগপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে থেকেই পিচ নিয়ে বিতর্ক শুরু হয়। সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো স্পষ্ট করেই বলে দেন, ভারত সফরে ভোগান্তিতে পড়বে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানরা যে বিপদের আশঙ্কা করেছিলো, শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। এরপরেই ফের আলোচনায় নাগপুরের উইকেট। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাগপুরের উইকেট খেলার মত ছিলো কি? তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মতে, উইকেটে বল বেশি ঘুরলেও, পিচ খেলার মতোই ছিল।

ঘরের মাঠে স্বাগতিকরা যে সুবিধা পেয়ে থাকে, সেটা নতুন নয়। কিন্তু ভারত স্পিন স্বর্গ বানিয়ে, অজিদের এক প্রকার  কুপোকাতই করেছে দুই ইনিংসে মোট ১৬ জন অজি ব্যাটসম্যানকে আউট করেছেন ভারতীয় স্পিনাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অল আউট হয়। অথচ একেই পিচে ভারতীয়রা ৪০০ রান করেছে। তাই স্পিন স্বর্গেও ব্যাট হাতে ভালো করা সম্ভব ছিলো বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।  এমনকি অজি অধিনায়ক জানালেন, নাগপুরের উইকেটে বল ঘুরলেও একেবারে খেলতে না পারার মতো উইকেট  ছিলোনা৷ পিচ নিয়ে তাই অভিযোগ নেই কামিন্সের। 

ম্যাচ হারের পর নিজেদের ভুলভ্রান্তি এবং ঘাটতির কথা জানালেন কামিন্স   সংবাদ সম্মেলনে  তিনি বলেন, ” নাগপুরের উইকেটে স্পিন ধরেছে বেশি। যথেষ্ট টার্ন পেয়েছে বল। এজন্য আমরা দাঁড়াতে পারিনি। তবে আমি মনে করি, এই উইকেটেও ভালো খেলা যেত। প্রথম ইনিংসে আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। প্রথম ইনিংসে আর ১০০ রান বেশি করতে পারলে, ওদের (ভারত) উপর চাপ সৃষ্টি করা যেত। তবে উইকেট নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।

এই ম্যাচ নিয়ে কামিন্স আরো বলেন, ” ভারতের মাটিতে খেলা সবসময়ই কঠিন। এখানে স্পিনারদের জন্য সুবিধা থাকে। এটা সমালোচনা করার কিছু নেই। তবে নাগপুরে প্রথম ইনিংসে আমাদের কয়েকজন ব্যাটসম্যান ভালো স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। ব্যাপারটি আমি লক্ষ্য করেছি। যারা লম্বা সময় ক্রিজে ছিলেন, তারা চাইলে বড় ইনিংস খেলতে পারতেন। কিন্তু কেউই এটা করতে পারেননি। আমাদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমাদের দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। আমরা ঘুরে দাড়াতে আশাবাদী।   “

দিনেই প্রথম টেস্ট জিতে যাওয়ায় এই নিয়ে চার ম্যাচ সিরিজে ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লিতে, অরুণ জেন্টলি স্টেডিয়ামে। সেই ম্যাচের উইকেট কেমন হবে, তা অবশ্য জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে এই উইকেটও হবে স্পিনের স্বর্গরাজ্য।  তবে অস্ট্রেলিয়া যদি আরেকবার স্পিনের কাছে আত্মসমর্পণ করে, তবে সিরিজ বাচানো  অজিদের পক্ষে ভীষণ কঠিন হয়ে যাবে।

Exit mobile version