BJ Sports – Cricket Prediction, Live Score

নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব – তামিমরা

নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব - তামিমরা

Shakib - Tamim Wishes Happy New Year

দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরো একটি বছর, কালের গর্ভে বিদায় নিলো ২০২২। নতুনের বার্তা নিয়ে হাজির ২০২৩ সাল৷ সেইসাথে পুরনো বছরে প্রাপ্তি – অপ্রাপ্তির হিসাব চুকিয়ে নতুন বছরের সম্ভাবনার দিকে চেয়ে আছে সবাই। একে অপরকে শুভেচ্ছা আর শুভকামনা জানাতে ব্যস্ত সবাই। তা থেকে বাদ যাচ্ছেননা ক্রিকেটাররাও। পুরনো বছরের ভালোমন্দ পারফরম্যান্স পেছনে ফেলে, নতুন বছর ব্যাটে বলের ছন্দে মাঠের ২২ গজ রাঙাতে চান তারা। ভক্ত – সমর্থকদের শুভেচ্ছাও জানালেন বাংলাদেশি ক্রিকেটাররা।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফেইসবুকে পেইজে দেওয়া শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেন, ” আশা করি, নতুন বছরটি সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দ, সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসাময় হবে “। অবশ্য এর আগে মাঠেও নতুন বছরটি নিজেদের জন্য সেরা হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। ফেসবুকে  তিনি লিখেন, ” নতুন বছরে সবার জন্য শুভকামনা। শুভ নববর্ষ ২০২৩। ” নতুন বছরের শুভেচ্ছা বার্তায় স্ত্রীর সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে টাইগার ওপেনার লিটন কুমাস দাস লিখেন, ” আশা করি, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। ২০২৩ সবার জন্য উপভোগ্য হোক। “

পেসার তাসকিন আহমেদ লিখেন, ” বছর জুড়ে একটি দারুণ যাত্রা ছিল। ভালোভাবে শেষ করতে পেরে খুশি লাগছে। আমরা নিশ্চিত, ২০২৩ সালটি টাইগারদের হবে। ” আরেক টাইগার ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ” নতুন বছরের শুরুতে সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। ২০২২ সাল আমার জন্য ভালো কেটেছে। সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে সময়টা উপভোগ করুন। সবাইকে শুভেচ্ছা। “

এদিকে নতুন বছরে টাইগারদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট  সূচি। জানুয়ারির ৬ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) । খেলোয়াড়রা বিপিএলে নেমে পড়বেন শিরোপা জেতার লড়াইয়ে। এরপর থেকে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ। ঘরের মাঠে খেলার সঙ্গে আছে বিদেশ সফরও। এবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আর নিজেদের প্রিয় ফরম্যাটের বিশ্বকাপকেই পাখির চোখ করছেন টাইগাররা।

Exit mobile version