BJ Sports – Cricket Prediction, Live Score

নতুন বছরের চুক্তিতে বিসিবির একাধিক চমক

নতুন বছরের চুক্তিতে বিসিবির একাধিক চমক

নতুন বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে, কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সালের এই চুক্তিতে একাধিক চমক রেখেছে বিসিবি। নতুন ক্রিকেটারদের সংযুক্তির পাশাপাশি বাদ পড়েছেন, গেল বছরে পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকা একাধিক ক্রিকেটার। ২১ ক্রিকেটার নিয়ে এই চুক্তির মেয়াদকাল,  জানুয়ারি থেকে ডিসেম্বর।

চুক্তিতে চমক হিসেবে আছে, জাকির হাসানের নাম। গেল বছরের শেষ দিকে টেস্ট অভিষেক হয়েছে, তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। সাদা পোশাকে এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচ খেলেছেন এই ওপেনার। তবে ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচেই শতক আর অর্ধশতকে, নিজের জাত চেনান এই তরুণ। সেই পারফরম্যান্সের সুবাদে, কেন্দ্রীয় চুক্তির টেস্ট ক্যাটাগরিতে ডাক পেয়েছেন জাকির।

জাকির ছাড়াও নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। ডানহাতি তরুণ পেসারকে রাখা হয়েছে শুধু মাত্র টি-টোয়েন্টি ক্যাটাগরিতে। গেল বছর এই ফরম্যাটে নজরকাড়া পারফর্ম করেছেন হাসান। এদিকে গতবারের চুক্তি থেকে বাদ পড়েছেন, চার ক্রিকেটার। এবার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ এবং সাদমান ইসলামকে।

এবারের চুক্তিতে তিন ফরম্যাটে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। টেস্ট ও ওয়ানডে ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। শরিফুল ইসলাম এবার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। নাজুমল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান আছেন টেস্ট ও টি-টোয়েন্টিতে।

২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা:

তিন ফরম্যাট: সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসালাম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ।

Exit mobile version