BJ Sports – Cricket Prediction, Live Score

নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে কি বললেন মাশরাফি-মুশফিক?

Riyad was dropped from the team Mushfiqur Rahim and Shakib Al Hasan have also been rested.

Riyad was dropped from the team Mushfiqur Rahim and Shakib Al Hasan have also been rested.

কয়েকদিন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এখন পর্যন্ত তা হয়নি। কিন্তু দল থেকে বাদ পড়েছেন রিয়াদ। একই সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে। তিন সিনিয়র তারকা না যাওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নুরুল হাসান সোহানের কাঁধে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তারুণ্য নির্ভর দলের নতুন অধিনায়ককে তাই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে মাশরাফি লিখেন, ‘প্রতিভা যখন পরিশ্রম করতে চায় না, তখন প্রতিভাবানের চেয়ে পরিশ্রমই ভালো। বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় তোমাকে অভিনন্দন কাজী নুরুল হাসান সোহান। তোমার সৌভাগ্য কামনা করছি। ’

মাশরাফি ছাড়াও সোহানকে শুভকামনা জানাতে ভোলেন নি জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান  মুশফিক। সোহানের নেতৃত্বাধীন দলে তিনি না থাকলেও পূর্ণ সমর্থন জানিয়েছেন তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম  ভেরিফাইড পেইজে মুশফিক  লিখেন, ‘সোহানকে অভিনন্দন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায়। তরুণ দলের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের সিরিজগুলোতে এই দল ভালো করবে।’

Exit mobile version