BJ Sports – Cricket Prediction, Live Score

ধোনির কারণেই ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ কমেছে

ধোনির কারণেই ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ কমেছে

বিশ্বকাপ বলুন কিংবা যেকোনো আসর, ভারতপাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার ছড়াছড়ি। আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপেও ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুদল। তার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই নিয়ে মুখ খুললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। 

ধোনি এবং আফ্রিদি অবসর নিয়েছেন বেশ কিছু দিন। তবু মাঠের ২২ গজের লড়াইয়ে এখনো ঘুরেফিরে নাম আসছে তাদের।আফ্রিদির মতে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একতরফা ক্রিকেট খেলতো ভারত।

ধোনির নেতৃত্বে টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে বার হারিয়েছে ভারত। এছাড়া ওয়ানডেতে হারিয়েছে আরো বার। এসময় ধরেই নেওয়া হতো, আইসিসি টুর্নামেন্টে ভারতপাকিস্তান ম্যাচ মানেই জয়টা ভারতের। এটা এতটাই রেওয়াজে পরিণত হয় যে, একপেশে হয়ে যাওয়ার কারণে দুদলের লড়াইটাও রঙ হারিয়ে ফেলে।

প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘ধোনির নেতৃত্বে ভারতীয় দল বদলে যায়। ভারতপাকিস্তানের সব শত্রুতা শেষ হয়ে যায়। কারণ, ধোনির নেতৃত্বে ভারত সবসময় জয় পেতো। সেসময় ওদের সামনে প্রধান শত্রু ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। এখন পরিস্থিতি বদলে গেছে। ফের পাকিস্তান তাদের মূল শত্রু হয়ে গেছে।

দুদলের সাম্প্রতিক লড়াইয়ের উদাহরণ টেনে আফ্রিদি আরো জানান, ধোনির অবসরের পর থেকে ভারতের বিপক্ষে পুরনো ছন্দে ফিরেছে পাকিস্তান। শেষ তিনবারের দেখায় পাকিস্তান দুই জয়, তা প্রমাণ করে বলে মনে করছেন তিনি। এমনকি কয়েকদিন আগে টিটোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ম্যাচেও ভারতকে হারিয়েছে পাকিস্তান।

বিশ্বকাপের ভারতপাকিস্তান ম্যাচ ঘিরে ইতোমধ্যে উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শেষ হয়ে গেছে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা জিতে। ভারতের সামনে সুযোগ এশিয়া কাপের প্রতিশোধ নেওয়ার। আর বাবর আজমের সামনে সুযোগ শেষ ম্যাচের পুনরাবৃত্তি করার।

Exit mobile version