BJ Sports – Cricket Prediction, Live Score

দ্বিতীয় ম্যাচের পূর্বে দলের ভুলগুলো ভাবাচ্ছে বাংলাদেশকে

Bangladesh cricket team has returned to winning streak in ODI format.

Before the second match, Bangladesh is worried about the mistakes of the team

টেস্ট টিটোয়েন্টি ফরম্যাটে ভরাডুবির পর ওয়ানডে ফরম্যাটে ফিরে আবার জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটে নিকোলাস পুরানের দলকে হারিয়েছে টিম বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বশেষ তিন সিরিজেই জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের দল।

এবারের সফরে প্রথম ওয়ানডে জয়ের পর এই সিরিজেও জয়েরও সুবাতাস বইছে দলে। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

প্রথম ম্যাচ জয়ের পর দল নির্ভার থাকলেও স্বস্তিতে নেই টাইগারদের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। প্রথম ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ মিসের পাশাপাশি মিস ফিল্ডিংও করেছে তার দল। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বিপদ ঘটতে পারে দ্বিতীয় ওয়ানডেতে। তামিম তাই মনে করেন দলের এখনো অনেক উন্নতির জায়গা রয়েছে।

সংবাদ সম্মেলনে তামিম বলেনপ্রথম ওয়ানডে জিতলেও আমদের উন্নতির জায়গা আছে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আরও বড় দলের বিপক্ষে সত্যিকারের কন্ডিশনে খেলি, তবে এই ড্রপ হওয়া ক্যাচগুলো আমাদের অনেক ভোগাবে। অধিনায়ক হবার পর, আমি বলেছি, আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, নয়তো বড় আসরের টুর্নামেন্ট জয় করা কঠিন হবে।‘ 

ওয়ানডে অধিনায়ক আরো বলেন, ‘এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমরা উন্নতি করতে পারি। আমি বোলিং এবং ব্যাটিং নিয়ে খুশি। কিন্তু আমরা যদি চারটি ক্যাচ না ফেলতাম তাহলে আমরা ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে পারতাম।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভ্যাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ।

Exit mobile version