BJ Sports – Cricket Prediction, Live Score

দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে কি প্রতিশ্রুতি দিলেন সোহান?

দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে কি প্রতিশ্রুতি দিলেন সোহান?

সাকিবকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মরুর উদ্দেশ্যে উড়াল দেয় সোহানরা। সাকিব না থাকায় আমিরশাহিতে দলটিকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে দেশ ছাড়ার পূর্বে প্রতিশ্রুতির বুলি আওড়ালেন সোহান।

বিশ্বকাপের আগে আমিরশাহিতে এই ম্যাচ বিশ্বকাপে কাজে দেবে বলে মনে করেন তিনি। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের এই টিটোয়েন্টি সিরিজ নিয়ে সোহান বলেন,” আমার মনে হয় টিটোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির মঞ্চ হবে এটা। যদি জিততে পারি, তাহলে আত্মাবিশ্বাসটা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।

জয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমিরশাহিতে যাচ্ছেন বলেও এসময় জানান তিনি। সোহান আরো বলেন, “আমরা বেশ কিছু ম্যাচ হেরে গেছি। কিন্তু এটাও জানি যে, এখন এই দলটা দেখতে একটু ভিন্ন রকম। ফলে আমরা জয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে সেখানে যাচ্ছি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সাকিব বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। তার দলে না থাকাটা অন্য কারও জন্য সুযোগ জানিয়ে সোহান আরো বলেন, ” সব দলই সাকিব ভাইয়ের মত একজনকে পেতে চায়। কিন্তু তার না থাকায় এটা আবার একজনের জন্য সুযোগও। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি এখন সিপিএল নিয়ে ব্যস্ত। নিউজিল্যান্ডে গিয়েই দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলবো।

উল্লেখ্য, সোহানরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিটোয়েন্টি সিরিজের এই ম্যাচ দুটি খেলবে ২৫ এবং ২৭ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপে ভরাডুবির পর টি টোয়েন্টিতে ঘুরে দাড়াতে চাচ্ছে টিম বাংলাদেশ। এশিয়া কাপের পর এই সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। দেখা যাক সাকিবের অনুপস্থিতিতে, সোহানের নেতৃত্বে কেমন করে টিম বাংলাদেশ।

Exit mobile version