Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৯ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ২৩) – ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস

Trinbago Knight Riders vs Saint Lucia Kings

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস (ম্যাচ ২৩) – হাইলাইটস

সিপিএল ২০২২ এর ২৩ তম ম্যাচে ব্রায়ান লারা স্টেডিয়াম, তারুবা, ত্রিনিদাদে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া কিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ রানের কম একটি লক্ষ্য তৈরী করেন সেন্ট লুসিয়া কিংস। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নিধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় একটুর জন্য জয় পেল না ত্রিনবাগো নাইট রাইডার্স। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে রয়েছে সেন্ট লুসিয়া কিংস। সেই সাথে সেন্ট লুসিয়া কিংস এর হয়ে দুর্দান্ত বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন রোস্টন চেজ। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া কিংসকে আমন্ত্রন জানায় ব্যাটিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এরপর খেলা এসে সামাল দেয় জনসন চার্লস ও নিরোশান ডিকওয়েলা। কিন্তু দলীয় ৬৮ রানের মাথায় ক্যাচ আউট হন নিরোশান ডিকওয়েলা। আউট হওয়ার আগে ১ চার ও ১ ছয়ের সাহায্যে ১৭ বলে ২১ রান করেছিলেন তিনি। এর দুই ওভার পরেই মাঠ ছেড়ে সাজঘরের উদ্দেশ্যে রওনা দেন তাদের হয়ে সব থেকে বেশি রান করা জনসন চার্লস, খেলেছিলেন ৪৬ বলে ৫৪ রানের দারুন একটি ইনিংস। তার ৫৪ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। 

এরপর দলীয় ১০৪ রানের মাথায় এলবিডব্লিওর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন রোস্টন চেজ। ১১ বলে ১১ রান করেছিলেন তিনি। ১৮ তম ওভারে আবারও এলবিডব্লিও, এবার ফাঁদে পড়েন অ্যাডাম হোস। ১ চারের সাহায্যে ১৯ বলে ১৮ রান করেছিলেন তিনি। রান তখন ১১৭, সেখান থেকে ডেভিড উইজের দুর্দান্ত ব্যাটিং এ ১৪৪ এ পৌছায় দলীয় মোট। আউট হওয়ার আগে ১৪ বলে ৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি, সাথে মেরেছিলেন ২টি চার ও ৩টি ছয়। এছাড়া ৬ রানে অপরাজিত ছিল রোশন প্রাইমাস ও ১ রানে অপরাজিত ছিল আলজারি জোসেফ। শেষে ১ রান এক্সট্রা সহ ১৪৭ রান করে তারা। 

ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে ২টি করে উইকেট নেন সুনীল নারিন ও রবি রামপল। এছাড়া ১টি করে উইকেট নেন ড্যারিন ডুপাভিলন ও আন্দ্রে রাসেল। 

লক্ষ্য ছিল ১৪৮ রানের। জবাবে ১৪৬ রান করতেই শেষ হয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডার্সের নির্ধারিত ২০ ওভার। প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় পড়ে যায় ৩ উইকেট লিওনার্দো জুলিয়ান(৩ বলে ২ রান), কলিন মুনরো(৪ বলে ১ রান), ও নিকোলাস পুরান(১ বলে ০ রান)। এরপর টিম সেফার্টের সাথে খেলার হাল ধরে অধিনায়ক কাইরন পোলার্ড। কিন্তু ১১ তম ওভারে দলীয় ৭০ রানের মাথায় ক্যাচ আউট হন তিনি। ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৪ রান করেছিলেন তিনি। এরপর মাঠ ছাড়েন ৪৪ বলে ৪৪ রান করা টিম সেফার্ট। সাথে মেরেছিলেন ২টি চার ও ১টি ছয়। ২১ বলে ১৩ রান করেন আকিল হোসেইন। এছাড়া ২৩ রানে অপরাজিত ছিল আন্দ্রে রাসেল ও ১৯ রানে অপরাজিত ছিল সুনীল নারিন। শেষে ১০ রান এক্সট্রা সহ মাত্র ১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। 

সেন্ট লুসিয়া কিংসের পক্ষে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩টি উইকেট নেন রোস্টন চেজ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন আলজারি জোসেফ। এছাড়া ১টি উইকেট নেন রোশন প্রাইমাস। 


ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস এর স্কোরবোর্ড

ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৪৬/৬ (২০.০)

সেন্ট লুসিয়া কিংস – ১৪৭/৬ (২০.০)

ফলাফল – সেন্ট লুসিয়া কিংস ১ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রোস্টন চেজ


ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস


ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস ম্যাচের একাদশ

ত্রিনবাগো নাইট রাইডার্স কাইরন পোলার্ড (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, লিওনার্দো জুলিয়ান, আন্দ্রে রাসেল, কলিন মুনরো, আকিল হোসেইন, সুনীল নারিন, রবি রামপল, খারি পিয়েরে, ড্যারিন ডুপাভিলন
সেন্ট লুসিয়া কিংস ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অ্যাডাম হোস, জনসন চার্লস, ডেভিড উইজ, রোস্টন চেজ, আলজারি জোসেফ, রোশন প্রাইমাস, কেসরিক উইলিয়ামস, ম্যাথু ফোর্ড, ল্যারি এডওয়ার্ড

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...