BJ Sports – Cricket Prediction, Live Score

ত্রিদেশীয় সিরিজ শেষ মিচেলের, বিশ্বকাপেও শঙ্কা

ত্রিদেশীয় সিরিজ শেষ মিচেলের, বিশ্বকাপেও শঙ্কা

অক্টোবর বাংলাদেশপাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে ত্রিদেশীয় সিরিজের মাঠের লড়াই। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন ড্যারিল মিচেল। এমনকি এই কিউই ব্যাটিং অলরাউন্ডারের বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ শনিবার হ্যাগলি ওভালে, পাকিস্তানের বিপক্ষে। মূলত এই ম্যাচকে সামনে রেখেই নেটে ব্যাটিং করছিলেন মিচেল। কিন্তু সেখানেই বাঁধল বিপত্তি! ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে বসেন এই কিউই তারকা। পরবর্তীতে জানা যায়, সেই আঙুলে চিড় ধরেছে তার।

মিচেলের চোট নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, চিড় ধরা আঙুলে অন্তত দুই সপ্তাহ ব্যান্ডেজ থাকার পাশাপাশি বিশ্রামে থাকতে হবে। এর থেকে স্পষ্ট, ত্রিদেশীয় সিরিজে আর গুরুত্বপূর্ণ এই সদস্যকে পাচ্ছে না কেন উইলিয়ামসনের দল। তবে বিশ্বকাপে মিচেলের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

মিচেলকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে নিউজিল্যান্ড দল। কিউই হেড কোচ গ্যারি স্টেড বলেন, ‘দলের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। এই অবস্থায় মিচেলের চোট, খুবই হতাশার। বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের বাকি আর দুই সপ্তাহ। এজন্য তার পুনর্বাসনের কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে।

উল্লেখ্য, আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই (২২ অক্টোবর) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। দুদলই আবার বর্তমান চ্যাম্পিয়ন এবং রানার্সআপ। সংযুক্ত আরব আমিরাতে গেল আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অজিদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার পালা কিউইদের সামনে।

Exit mobile version