BJ Sports – Cricket Prediction, Live Score

তিন ফরম্যাটেই খেলতে চান বেয়ারস্টো

Jonathan Marc Bairstow is an English cricketer who plays internationally for England in all formats.

Jonathan Marc Bairstow is an English cricketer who plays internationally for England in all formats.

ক্রিকেটের স্বীকৃত তিনটি ফরম্যাট তো আছেই, এর বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। সবমিলিয়ে টানা খেলার ক্লান্তি কাটিয়ে উঠতে না পেরে সম্প্রতি অনেকেই তিনটি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে অনিহা প্রকাশ করছেন। পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম তো একেবারে ওয়ানডে ক্রিকেট তুলে দেওয়ার পক্ষে।

এদিকে কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আবার দেশটির সাদা বলের অধিনায়ক জস বাটলার খেলতে চান না টেস্ট। তবে তাদের উল্টো পথে হাঁটছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। চ্যালেঞ্জিং হলেও একসঙ্গে তিন ফরম্যাটেই খেলে যেতে চান তিনি।

এই প্রসঙ্গে বেয়ারস্টো বলেন, ‘চ্যালেঞ্জিং হলেও যতদিন সম্ভব আমি সব ধরনের ক্রিকেট খেলে যেতে চাই। হয়ত কোনো একসময় সিদ্ধান্ত নিতে হবে। ফরম্যাট বেছে নিতে হবে। কিন্তু সেটা অদূর ভবিষ্যতে নয়। এখনই আমি কিছু বেছে নিতে চাই না। যতদিন পারব  এভাবে খেলে যেতে চাই।’

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট উপভোগ করতে চাওয়া বেয়ারস্টো আরো বলেন, ‘ইংল্যান্ডের সব দলেই নিজেকে দেখলে ভালো লাগবে। প্রতিটি দলের একটি আলাদা ব্যাপার থাকে। সেই উত্তেজনাটা উপভোগ করতে চাই। প্রতিটি দলের মধ্যেই তরতাজা ব্যাপার থাকে। অনেক নতুন মুখ থাকে। যারা প্রাণশক্তিতে ভরপুর।’

ভারতের বিপক্ষে টেস্ট চলাকালে বাটলার বলেছেন, তিনি আর টেস্ট দলে সুযোগ আশা করেন না। অবসর নেওয়া স্টোকসের মন্তব্য, তিনি গাড়ি নন যে, তেল দিলেই চলবে। এদিকে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা মনে করছেন, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। ঠিক এমন সময়ে বিপরীতমুখী সুর দিলেন বেয়ারস্টো।

Exit mobile version