BJ Sports – Cricket Prediction, Live Score

তবে কি চেন্নাই ছাড়ছেন জাদেজা?

Ravindrasinh Anirudhsinh Jadeja, commonly known as Ravindra Jadeja, is an Indian international cricketer who represents the Indian national cricket team in all formats.

Is Jadeja leaving Chennai?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন ধরেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। তবে গত মৌসুমে দলের সঙ্গে তার সম্পর্কের বেশ অবনতি হয়েছে। বিশেষ করে জাদেজার নেতৃত্বে টানা হারের পর তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি এখনো মেনে নিতে পারছেননা তারকা এই অলরাউন্ডার।

গত ৯ জুলাই চেন্নাইয়ের সঙ্গে নিজের বিচ্ছেদের সুর জোরালো করলেন জাদেজা। ইন্সটাগ্রামে এই বছর এবং গতবছর ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে করা সব পোস্ট মুছে ফেলেছেন তিনি। তার ভক্তরা এটাকে চেন্নাই থেকে তার বিদায়ের ইঙ্গিত হিসেবেই ভাবছেন।

তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেখুন, এটা (পোস্ট মুছে ফেলা) ওর (জাদেজার) ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা এখনো এই ব্যাপারে নিশ্চিত নই। সব ঠিক আছে। কোনো সমস্যা নেই।’

আইপিএলে ২০১২ – ২০১৫ মৌসুমে চেন্নাইয়ে খেলেছেন জাদেজা। এরপর আবার যোগ দেন ২০১৮ সালে। গত আসরে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন জাদেজা। তবে দলকে নেতৃত্ব দিয়ে ভরাডুবি করেছেন তিনি। টানা ব্যর্থতার কারণে নেতৃত্বটা হারান এই অলরাউন্ডার।

আইপিএলে দলের সঙ্গে নিজের ফর্ম নিয়ে যেনতেন কাটলেও জাতীয় দলের হয়ে সেরা ছন্দে ফেরার মিশনে আছেন জাদেজা। চলতি আসরে শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে। যে দলটির অধিনায়ক হিসেবে আছেন অভিজ্ঞ ওপেনার শেখর ধাওয়ান।

Exit mobile version