BJ Sports – Cricket Prediction, Live Score

ডোনাল্ডের ডাকে হঠাৎ চট্রগ্রামে সাইফউদ্দিন

At Donald's call, Saifuddin suddenly visited Chattogram - ft

At Donald's call, Saifuddin suddenly visited Chattogram

 ইঞ্জুরির কারণে বেশ কয়েকদিন থেকেই জাতীয় দলের বাইরে জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ইঞ্জুরির সঙ্গে সংসার পেতেছেন এই ডানহাতি অলরাউন্ডার। ইঞ্জুরির কারণে খেলা হয় নি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের মধ্য দিয়েই আবারো বাইশগজের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাইফউদ্দিন।  ডিপিএলে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহর। শনিবার হঠাৎই সাগরিকায় দেখা মিললো সাইফউদ্দিনের। হুট করেই হাজির এই অলরাউন্ডারকে দেখে কৌতুহল জাগে সবার মনেই। 

তবে কি জাতীয় দলে ফিরছেন সাইফ? ডোনাল্ডের ডাকে চট্রগ্রামে আসলেও দুই ঘন্টা পরেই আবারো নিজ শহর ফেনীতেই ফিরে গেছেন সাইফউদ্দিন। সেখানে পৌঁছেই জিমে ব্যস্ত সময় পার করেছেন এই অলরাউন্ডার। 

তবুও কৌতুহল তো থেকেই যায়। সেই কৌতুহল অবশ্য পরিষ্কার করেছেন সাইফ নিজেই। জনপ্রিয় একটি স্পোর্টস পোর্টালের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন বোলিং কোচ অ্যানাল ডোনাল্ডের ডাকেই এসেছিলেন তিনি।  

সাইফউদ্দিন বলেন, ‘বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আমাকে ডেকেছিলেন। প্রিমিয়ার লিগে আমার বোলিং উনি নোটিশ করেছেন। এবার পরিচয় পর্ব সারলাম। বোলিং নিয়ে কথা হল। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে, এজন্য আমাকে দেখতে চেয়েছেন বোলিং কোচ।’ 

ডিপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন এই অলরাউন্ডার। দেশি পেসারদের মধ্যে তিনি আছেন প্রথম স্থানে আছেন। তাছাড়া, সামনের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তাই, ২০ মে’র মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল দেওয়ার কথা রয়েছে।

এ কারণেই ডোনাল্ড তাকে আলাদা করে দেখতে চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দলের সাথে যুক্ত হওয়া ডোনাল্ডের সাথে এটিই সাইফউদ্দিনের প্রথম সাক্ষাৎ। বোলিং দেখে কি জানালেন কোচ এমন প্রশ্নে অবশ্য মুখে তালা দিয়েছেন সাইফউদ্দিন। 

তিনি বলেন, ‘কোচদের সঙ্গে আমাদের অনেক কথাই হয়। সব কি আপনাদের বলে দেব? তবে হ্যাঁ, অনেক কথা হয়েছে। আমাকে ডেকেছেন, দেখেছেন; এটাই সন্তুষ্ট। হয়ত আমার বোলিং চোখে পড়েছে।’

Exit mobile version