BJ Sports – Cricket Prediction, Live Score

ডিসেম্বরে শুরু হচ্ছে লংকান প্রিমিয়ার লিগ

The Lankan Premier League is to be held in December 

বেজে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা। শ্রীলঙ্কা – নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠল টি টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসরের। এরমধ্যেই জানা গেল বিশ্বকাপ শেষে মাঠে গড়াবে লংকান প্রিমিয়ার লিগ।

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়ানোর কথা ছিল চলতি বছরের ১ আগস্ট। কিন্তু দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে তা আর সম্ভব হয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগেই স্থগিত হয়ে যায় এলপিএল।

তবে এবার নতুন করে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই সূচি অনুযায়ী চলতি বছরের ৬ ডিসেম্বরে শুরু হবে এলপিএলের তৃতীয় আসর। ২৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এসএলসির এক বিবৃতিতে টুর্নামেন্টের এসব বিষয় জানানো হয়েছে।

এলপিএলের এবারের আসরে অংশগ্রহণ করবে মোট পাঁচটি দল। যেখানে লড়বে কলম্বো, জাফনা, ক্যান্ডি, গল এবং ডাম্বুলা। শ্রীলংকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। ভেন্যু হিসেবে কলম্বো, পাল্লেকেলে এবং হাম্বানটোটার নাম ঘোষণা করেছে এসএলসি। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

এদিকে কয়েকদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জিতেছে শ্রীলংকা। বর্তমানে  অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলছে  দলটি।  টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষই দেশের মাটিতে  শুরু হবে লংকান লিগ। তাই বিশ্বকাপ থেকে ফিরেই ঘরের মাঠে ফের টি-টোয়েন্টির লড়াইয়ে নেমে পড়বেন দাসুন শানাকারা।

Exit mobile version