BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৭ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১৭) – ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিনসিবলস

The Hundred 2022 – Trent Rockets vs Oval Invincibles Highlights (Match 17) - ft

The Hundred 2022 – ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিনসিবলস (Match 17) Highlights

ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিনসিবলস (ম্যাচ ১৭) – হাইলাইটস 

গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ১৭ তম ম্যাচে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিনসিবলস মুখোমুখি হয়েছিল। যেখানে ট্রেন্ট রকেটস প্রথমে ব্যাটিং করতে নেমে একটি বড় লক্ষ্য তাড়া করার জন্য তৈরি করেন। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত বল শেষ হয়ে যাওয়ার কারনে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ওভাল ইনভিনসিবলসদের। সেই সাথে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে ট্রেন্ট রকেটস এবং পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে ওভাল ইনভিনসিবলস। অন্যদিকে ভাল ব্যাটিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন অ্যালেক্স হেলস। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ওভাল ইনভিনসিবলস এবং ট্রেন্ট রকেটসকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে খুব ভালই খেলছিলেন ডেভিড মালান ও অ্যালেক্স হেলস। তাদের দুইজনের জুটিতেই ট্রেন্ট রকেটস ১৮১ রানের লক্ষ্য দাড় করাতে পেরেছিল। 

প্রথমে ২৯ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। তার ৫৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছয় দিয়ে। ৪৬ তম বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর ৩৮ রানের সুন্দর একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন মালান। ২৯ বল খেলে ২ চার ও ২ ছয় মেরে তিনিও ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। টম কোহলার-ক্যাডমোর করেন ১৬ বলে ১৩ রান ১টি চার ও মেরেছিলেন তিনি।

এরপর ৫ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরের উদ্দেশ্যে রওনা দেন ড্যানিয়েল সামস। তারপর থেকে আর উইকেট হারায় নেই ট্রেন্ট রকেটস। অধিনায়ক লুইস গ্রেগরি এবং কলিন মুনরো মিলে দলীয় টোটালকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যায়। ১৩ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন কলিন মুনরো সাথে মেরেছিলেন ৩টি চার। অন্যদিকে ১২ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন লুইস গ্রেগরি। তার ২৪ রানের ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়। শেষে ২১ রান এক্সট্রা সহ ১৮১ রান করতে পেরেছিল তারা।

ওভাল ইনভিনসিবলসের হয়ে ১৫ বলে ২৮ রান খরচায় ২টি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া ১টি করে উইকেট নেন সুনীল নারিন ও স্যাম কুরান।  

জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় ওভাল ইনভিনসিবলস। প্রথমেই বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন উইল জ্যাকস। ৯ বল খেলে ২ চারের সাহায্যে ১১ রান করেন তিনি। এর কিছুক্ষন পরেই সাজঘরে ফিরে যান জেসন রয়। ১৭ বল খেলে ২০ রান করেছিলেন তিনি। সাথে মেরেছিলেন ২টি চার ও ১টি ছয়। ৩৫ তম বলে এলবিডব্লিওর ফাঁদে পরে মাঠ ছাড়েন অধিনায়ক স্যাম বিলিংস ৩ বল খেলে ১টি ও রান করতে পারেন নেই তিনি। 

১৯ বল খেলে ২৭ রান করেন স্যাম কুরান। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৩টি চার ও মেরেছিলেন তিনি। শেষ দিকে এসে ক্যাচ আউট হন সুনীল নারিন ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার ২৩ রানের ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়। 

তাদের হয়ে সর্বোচ্চ রান করেছিল জর্ডান কক্স ৩৩ বল খেলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৬১ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে। তার এই দুর্দান্ত ইনিংস ও কাজে দিল না শুধুমাত্র টার্গেটের রান কমিয়েছিল। শেষে ১৩ রান এক্সট্রা সহ ১৫৬ রানে থেমে যায় তাদের ইনিংস ফলে দুঃখভরা মন নিয়ে মাঠ ছাড়ে তারা।

ট্রেন্ট রকেটসের হয়ে ২০ বলে ২১ রান খরচায় ২টি উইকেট নেন তাবরেজ শামসি। এছাড়া ১টি করে উইকেট পান লুক উড, স্যাম কুক ও সামিত প্যাটেল।

ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিনসিবলস এর স্কোরবোর্ড

ট্রেন্ট রকেটস – ১৮১/৪ (১০০)

ওভাল ইনভিনসিবলস – ১৫৬/৫ (১০০)  

ফলাফল – ট্রেন্ট রকেটস ২৫ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যালেক্স হেলস



ট্রেন্ট রকেটস বনাম ওভাল ইনভিনসিবলস ম্যাচের একাদশ

    

ট্রেন্ট রকেটস

লুইস গ্রেগরি (অধিনায়ক), টম কোহলার-ক্যাডমোর (উইকেটরক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, টম মুরস, ড্যানিয়েল সামস, সামিত প্যাটেল, স্যাম কুক, লুক উড, তাবরেজ শামসি
                ওভাল ইনভিনসিবলস স্যাম বিলিংস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), উইল জ্যাকস, জেসন রয়, হিলটন কার্টরাইট, জর্ডান কক্স, টম কুরান, স্যাম কুরান, ম্যাট মিলনেস, সুনীল নারিন, মোহাম্মদ হাসনাইন, রিস টপলে
Exit mobile version