BJ Sports – Cricket Prediction, Live Score

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাতে পারেন যে পাঁচ জন ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাতে পারেন যে পাঁচ জন ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে টিটোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টিটোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের এবারের আসরে ভালো করতে পারে এমন পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( আইসিসি)

. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : টিটোয়েন্টি বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়ার্নারের। শীর্ষে থাকা বাবর আজমের পরেই সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন এই অজি তারকা।এবারের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন এই অজি তারকা। 

. হাসারাঙ্গা ডি সিলভা(শ্রীলঙ্কা) : শ্রীলঙ্কার অন্যতম বোলিং অস্ত্র হাসারাঙ্গা। গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলঙ্কান এই পেসার। ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট। ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স ছিল তার। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে ৬৬ রান এবং উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। তাই এবছর আইসিসির শীর্ষদের তালিকায় নাম আছে তারও।

. জস বাটলার (ইংল্যান্ড) : গত আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এই ইংলিশ ব্যাটার। শারজাহয় শ্রীলঙ্কার বিপক্ষে ১০১ রান করেছিলেন তিনি। চলতি বছর আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন বাটলার। এক আসরেই চারটি সেঞ্চুরির মালিক তিনি। গত বছরে ইংলিশ এই তারকার চেয়ে ভালো ফর্মে ছিল না আর কোন ব্যাটারের। তাই আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের অন্যতম অস্ত্র হিসেবে থাকবেন তিনি।

. সূর্যকুমার যাদব ( ভারত) : চলতি বছর এখন পর্যন্ত টিটোয়েন্টিতে সর্বোচ্চ রানের অধিকারী ভারতের সূর্যকুমার যাদব। আর তাই টিটোয়েন্টি র‍্যাংকিংয়ে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের জন্য সূর্যকুমার যাদব অন্যতম অস্ত্র হবেন।

যদিও গত বছরের টিটোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি সূর্য। ভারতের হয়ে চারটি ম্যাচে করেছিলেন ৪২ রান। তবে বছর ব্যাট হাতে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। 

. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : পাকিস্তানের অন্যতম ব্যাটিং অস্ত্র রিজওয়ান। গত বিশ্বকাপের আসরেও দারুণ ফর্মে ছিলেন রিজওয়ান। গত বছর ২৯ ম্যাচ খেলে ১৩২৬ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বর্তমানে পাকিস্তানি এই তারকা আইসিসির ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন।

Exit mobile version